বিপিএল অভিষেকে তাহিরের ব্যাটে লড়াকু সংগ্রহ চট্টগ্রামের
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ PM
বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ইনিংসের প্রথম বল থেকেই ব্যাটিংয়ে নেমে শেষ বল পর্যন্ত লড়াই চালান মির্জা তাহির বেগ। তার দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ গড়তে সক্ষম হয় বন্দরনগরীর দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম রয়্যালস। ইনিংসের মূল ভরসা ছিলেন ওপেনার মির্জা তাহির বেগ। শেষ বল পর্যন্ত ক্রিজে থেকে ৬৯ বলে ৮০ রানের ইনিংস খেললেও শেষ বলে তিনি আউট হন।
ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে নাঈম শেখ ও বেগের জুটিতে ভালো সূচনা পায় চট্টগ্রাম। যদিও ওপেনিং জুটি থেকে আসে মাত্র ২৯ রান। বিপিএলের একমাত্র কোটিপতি নাঈম শেখ ১১ বলে ১১ রান করে ফিরে যান। এরপর তিন নম্বরে নামা মাহফিজুল ইসলাম ১২ বলে ১৬ রান করে আউট হন। চার নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ও ইনিংস লম্বা করতে পারেননি, ১২ বলে ১৭ রানেই থামতে হয় তাকে। ৫ নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে গতি বাড়ান শেখ মেহেদী হাসান। একপ্রান্তে উইকেট ধরে রেখে ধারাবাহিকভাবে রান তুলতে থাকেন মির্জা বেগ। ধৈর্য ও আগ্রাসনের সমন্বয়ে খেলতে থাকা এই ওপেনার ফিফটি পূর্ণ করেন।
১৩ বলে ২৬ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস খেলে দলীয় ১৬১ রানের মাথায় থামেন শেখ মেহেদী হাসান। অন্যদিকে একপ্রান্তে ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন মির্জা তাহির, আর তার সঙ্গে চট্টগ্রামও বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে ইনিংসের শেষ ওভারে আউট হন বেগ।
এতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ গড়ে চট্টগ্রাম রয়্যালস। দলের হয়ে ৬৯ বলে ৮০ রানের কার্যকর ইনিংস খেলেন মির্জা বেগ।
নোয়াখালী এক্সপ্রেসের বোলারদের মধ্যে সাব্বির হোসেন ২টি উইকেট নেন। এ ছাড়া মাজ সাদাকাত, মেহেদী হাসান রানা ও জহির খান একটি করে উইকেট শিকার করেন।