যেভাবে মৃত্যুর কোলে নুইয়ে পড়লেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি  © টিডিসি ফটো

অন্য সব দিনের মতোই ঢাকা ক্যাপিটালসের শিবিরের সঙ্গে মাঠে হাজির হয়েছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকি। প্রতিদিনকার রুটিনের বাইরে কিছুই যেন ছিল না, কিন্তু এই দিনের পরিণতি যে এতটা নির্মম হতে যাচ্ছে, তা কেউই কল্পনা করতে পারেননি।

বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন ঢাকার ক্রিকেটাররা। অনুশীলন চলাকালীন জাকিও ছিলেন মাঠে, ঠিক আগের মতোই সক্রিয়। খেলোয়াড়দের সঙ্গে কথা বলছিলেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছিলেন। সব মিলিয়ে দলের প্রস্তুতিতে তার সরব উপস্থিতি ছিল। অথচ অল্প সময়ের মধ্যেই সেই মাঠই হয়ে ওঠে এক হৃদয়বিদারক ঘটনার নীরব সাক্ষী।

অনুশীলন চলাকালীন হঠাৎই একজন মাঠের মাঝেই মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ঢাকার অনুশীলন মাঠজুড়ে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন কোচিং স্টাফ, খেলোয়াড় ও মাঠকর্মীরা, চারপাশে তৈরি হয় জটলা। দূর থেকেই বোঝা যাচ্ছিল, কেউ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

আরও পড়ুন: না ফেরার দেশে ঢাকার কোচ জাকি

কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়, অসুস্থবোধ করায় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জাকি। দ্রুত তাকে ঘিরে ধরে মেডিকেল টিম; প্রাথমিক চিকিৎসাও শুরু হয়। আকস্মিক এই ঘটনায় অনুশীলনের পরিবেশ মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে, পুরো ঢাকার শিবিরে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই তাকে তাৎক্ষণিকভাবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিলম্ব না দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। 

তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান এই কোচ। জানা গেছে, হাসপাতালে নেওয়ার পথেই দেশবরেণ্য এই কোচ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, সন্ধ্যার দিকে সিলেটের আউটার মাঠে দেশবরেণ্য কোচ জাকির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। পাশাপাশি জাকির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!