ফিল্ডিংয়ে ঢাকা, একাদশে একাধিক অলরাউন্ডার
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই শিরোপা প্রত্যাশী দল রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
৪ বিদেশি ক্রিকেটার নিয়ে সাজানোয় ঢাকার একাদশে একাধিক অলরাউন্ডার জায়গা পেয়েছেন।
অন্যদিকে, সিলেট টাইটান্সকে দাপটের সঙ্গে হারিয়ে আসর শুরু করা এই ম্যাচে কোনো পরিবর্তন না এনে আগের ম্যাচের একাদশই বহাল রেখেছে রাজশাহী।
রাজশাহী ওয়ারিয়র্স: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহেরব হোসেন অহিন, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো এবং সন্দীপ লামিচানে।
ঢাকা ক্যাপিটালস: সাইফ হাসান, সাব্বির রহমান, উসমান খান, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সালমান মির্জা এবং জিয়াউর রহমান শরীফি।