কঠোর নিষেধাজ্ঞায়ও ঢাকায় ফুটল আতশবাজি, উড়ল ফানুস, আতঙ্কে শিশু-পশুপাখি

০১ জানুয়ারি ২০২৬, ১০:০৬ AM
কঠোর নিষেধাজ্ঞায়ও ঢাকায় ফুটল আতশবাজি

কঠোর নিষেধাজ্ঞায়ও ঢাকায় ফুটল আতশবাজি © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলা সত্ত্বেও থার্টি ফার্স্ট নাইট উদযাপনে রাজধানীর আকাশ ফানুস ও আতশবাজিতে ভরে ওঠে। 

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা শহর, এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ভীতির সৃষ্টি করেছে।

রাত সাড়ে ১১টা থেকেই রাজধানীর বহু এলাকায় আতশবাজি ও ফানুস উড়তে শুরু করে। রাত ১২টার পর প্রায় প্রতিটি ভবনের ছাদে বাসিন্দাদের ভিড় দেখা যায়। ধানমন্ডি এলাকায় চারদিক থেকে আগুনের ফুলের মতো আতশবাজি ফুটতে থাকে এবং আকাশে ড্রোন উড়তেও দেখা গেছে। রাত পৌনে ১টা পর্যন্ত চলে এই বিকট শব্দ। মোহাম্মদপুরের বসিলা ও আদাবর এলাকায় রাত ১০টার আগেই ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোর দৃশ্য দেখা যায়।

ঝিগাতলার বাসিন্দা ফয়সাল মাহমুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাতে বিকট শব্দে ছোট বাচ্চা বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে। এমন বিকট শব্দে খুব ভয় পাচ্ছে ও। যদিও ডিএমপি থেকে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু পুলিশের কোনো কার্যকর ভূমিকা দেখিনি।

ক্ষোভ প্রকাশ করে একই এলাকার আরেক বাসিন্দা বলেন, রাত যত গভীর হচ্ছে আতশবাজির শব্দ তত বাড়ছে। আশপাশের মানুষজন আতঙ্কের মধ্যে আছে। বৃদ্ধ–রোগী যারা আছেন তারা ভীষণ ভুগছেন। অথচ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এগুলো বন্ধে কোনো উদ্যোগ চোখে পড়ছে না। আমরা চাই—এ ধরনের শব্দদূষণ বন্ধে প্রশাসন আরও কঠোর হোক।

সরেজমিনে দেখা যায়, মোহাম্মদপুরের বসিলা এলাকায় রাত ১০টার আগেই ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোর দৃশ্য দেখা যায়। রাত ১১টার পর আদাবর এলাকার আকাশে অসংখ্য ফানুস উড়তে থাকে। রাত ১২টার দিকে সেখানে শুরু হয় আতশবাজির বিকট শব্দ।

আরও পড়ুন: ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ: শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

আতশবাজির শব্দ ও ফানুসের আগুনে বিভিন্ন এলাকায় পাখিদের আতঙ্কিত হয়ে ডাকাডাকি করতে দেখা গেছে। শহরের অলিগলিতে অনেক কুকুর ও বিড়ালও ভীত হয়ে ছুটোছুটি করে।

একাধিক বাসিন্দা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও উদযাপন কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি বলেও জানান তারা।

মানুষের পাশাপাশি পশুপাখিরাও চরম আতঙ্কে ছিল। অনেক পাখিকে দিশেহারা হয়ে উড়তে দেখা গেছে, কিছু কবুতর আশ্রয়ের জন্য ভবনের ছাদে আছড়ে পড়ে। রাস্তার কুকুর ও বিড়ালগুলোকেও ভীত হয়ে ছোটাছুটি করতে দেখা যায়।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন একাধিক বাসিন্দা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও উদযাপন নিয়ন্ত্রণে কোনো দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও রাতভর ফানুস ও আতশবাজি উৎসব চলেছে অবাধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র সমালোচনা চলছে। প্রশাসনের এমন উদাসীনতা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীতে সব ধরনের পটকা, আতশবাজি, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

বুধবার ডিএমপির জারি করা গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শোকের মর্যাদা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

ডিএমপি আরও জানায়, শোককালীন সময়ে উন্মুক্ত স্থানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। পাশাপাশি উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানোসহ জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন সব কার্যক্রম থেকেও নগরবাসীকে বিরত থাকতে বলা হয়েছে।

টাকা তুলতে পারছেন ৫ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব…
  • ০১ জানুয়ারি ২০২৬
এনইআইআর চালু আজ, আপনার মোবাইল কি বৈধ? জানবেন যেভাবে
  • ০১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন অধ্যাপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা
  • ০১ জানুয়ারি ২০২৬
৬৮ হাজার পদে নিয়োগের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিল এনটিআ…
  • ০১ জানুয়ারি ২০২৬
১৪ জানুয়ারি থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!