নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেনে নেব: ডা. মিতু

ডা. মাহমুদা মিতু
ডা. মাহমুদা মিতু  © টিডিসি ফটো

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমার রাজনৈতিক অঙ্গীকার। আমরা যেহেতু জোটগতভাবে নির্বাচন করছি, তাই জোট ও দলের যে সিদ্ধান্ত আসবে, সবাই তা ঐক্যবদ্ধভাবে মেনে নেবো।’ 

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. মাহমুদা মিতু বলেন, রাজাপুর–কাঁঠালিয়া এলাকার উন্নয়ন নিয়ে তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি যুব সমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কার্যকর আইন বাস্তবায়নের মাধ্যমে বর্তমান প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার স্বপ্ন দেখছেন তিনি।

জোটগত রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যেহেতু জোটগতভাবে নির্বাচন করছি, তাই জোট ও দলের যে সিদ্ধান্ত আসবে, সবাই তা ঐক্যবদ্ধভাবে মেনে নেবো।’ 

আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার

তিনি আরও জানান, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে—একজন পুরুষ প্রার্থীর জন্য যে পরিমাণ প্রচেষ্টা চালানো হয়, তার চেয়েও বেশি প্রচেষ্টা তার জন্য করা হবে। একই সঙ্গে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

স্বল্প সময়ের মধ্যে নির্বাচনী মাঠ গুছিয়ে বিজয়ের সম্ভাবনা প্রসঙ্গে ডা. মিতু বলেন, ‘মাত্র ৩৬ দিনের মধ্যেই আমরা স্বৈরাচার পতন ঘটাতে সক্ষম হয়েছি। সৎ ইচ্ছা ও নিরলস পরিশ্রম থাকলে নির্বাচনের জন্য যে কয়দিন সময় আছে, সেটুকুই যথেষ্ট। ইনশাল্লাহ, আমরা তা করে দেখাবো।’

নিজের রাজনৈতিক উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ঈদের সময় নিজ হাতে বস্তা টেনে শহীদ পরিবারগুলোর কাছে গেছেন তিনি। ‘আমার নিজের সন্তানের মুখে ঈদের খাবার ওঠার আগে যেন একজন শহীদ পরিবারের সন্তানের মুখে খাবার ওঠে—এই চিন্তাটাই আমার রাজনৈতিক ও মানবিক প্রেরণা। এই আন্তরিকতা সারাজীবন থাকবে,’ বলেন তিনি।

ডা. মিতু আরও বলেন, নির্বাচনের বাইরেও তার মূল লক্ষ্য একটি সচেতন রাজনৈতিক গোষ্ঠী তৈরি করা এবং তা ধরে রাখা। ‘আজ মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে পেরে আমার খুব ভালো লেগেছে,’ যোগ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অবনতি থাকলেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে হবে। ‘আমরা যদি সবাই ঠিক থাকি, তাহলে খুব ভালোভাবেই এই নির্বাচন সম্পন্ন করা সম্ভব,’ বলেন ডা. মাহমুদা মিতু।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!