নিজের প্রার্থী ফরমে স্বাক্ষর করলেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনে প্রার্থীর আবেদন ফরমে স্বাক্ষর করছেন তারেক রহমান
ঢাকা-১৭ আসনে প্রার্থীর আবেদন ফরমে স্বাক্ষর করছেন তারেক রহমান  © বিএনপি চেয়ারপার্সন কার্যালয়

ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজের প্রার্থী ফরমে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসন ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষে’র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট আসন দু’টির দলীয় সমন্বয়কদের সঙ্গে নিয়ে এই স্বাক্ষর করেন তারেক রহমান।

409
বগুড়া-৬ আসনের প্রার্থী ফরমে স্বাক্ষরের পর নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমান

এ সময় দলের ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের নেতাকর্মীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!