চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন খন্দকার মোশাররফ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ PM
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গুলশান চেয়ারপারসনের অফিসে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রবিবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ২ টায় দলটির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে স্বাগত জানানো হয়।
আজ প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেছেন তারেক রহমান। ২০০৮ সালে জাতীয় নির্বাচনের প্রচার শুরু হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হিসেবে গুলশানের ৮৬ নম্বর বাড়িটি নেয় বিএনপি।
নতুন অফিসে তারেক রহমানকে স্বাগত জানান দলের সিনিয়র নেতা ও অফিস কর্মকর্তা এবং কর্মচারীরা।