বিমানে বসে দেশে ফেরার ছবি পোস্ট করে যা লিখলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  © সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন কাটিয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

দীর্ঘ নির্বাসনের অবসানে স্বদেশে ফেরার আবেগঘন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব অনুভূতি প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে, আকাশপথে ভ্রমণের সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি মাত্র এক শব্দের একটি স্ট্যাটাস পোস্ট করেন। স্ট্যাটাসে লেখা ছিল ‘ফেরা’। সঙ্গে প্রকাশ করেন বিমানে বসে তোলা নিজের একটি ছবি। এক শব্দের এই বার্তায় তিনি যেন প্রত্যাবর্তনের আবেগ, স্মৃতি ও প্রত্যাশার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

আরও পড়ুন: ভোরের আলো ফোটার আগেই জনতার মহাসমুদ্র পূর্বাচলে

এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনার আয়োজন করেছে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমে তিনি সরাসরি রাজধানীর পূর্বাচলের জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় আয়োজিত বিশাল জনসভায় যোগ দেবেন। সেখানে তার ভাষণের জন্য তৈরি করা হয়েছে একটি সুবিশাল মঞ্চ। দলীয়ভাবে এ সংবর্ধনাকে ‘রাজকীয়’ আয়োজন হিসেবে তুলে ধরা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সড়কের সঙ্গে সংযুক্ত সবগুলো রাস্তায় মাঝরাতেও অসংখ্য নেতাকর্মী ও সমর্থকেরা অবস্থান নিয়েছেন। এছাড়াও বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সড়ক থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত কোথাও তিল ধারণের জায়গা নেই। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। উপস্থিত সবার মনেই উৎসবের আমেজ। সবার মুখে মুখে ফিরছে একটিই স্লোগান— লিডার আসছে।

এদিকে রাতভর সমাবেশস্থলের আশপাশে কাঁথা-কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর আয়োজন করছেন অনেকেই। রাস্তায় পাটি, পলিথিন বিছিয়ে পাতলা কম্বল গায়ে জড়িয়ে শুয়ে থাকতে দেখা যায় নেতাকর্মীদের। কেউ কেউ আবার সড়ক বিভাজকে গাছের ফাঁকে নিজেদের শোবার জায়গা করে নিয়েছেন। কেউবা আগুন জ্বালিয়ে চেষ্টা করে চলেছেন নিজেকে উষ্ণ রাখার। কিন্তু কেউই চলে যাচ্ছেন না। শীত যেনো হার মেনেছে এই নেতাকর্মীদের কাছে।

উল্লেখ্য, তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের পোষা বিড়াল। এছাড়া সঙ্গে আছেন মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!