খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, সর্বশেষ আপডেট যা জানা গেল

১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার জন্য গঠিত দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ড বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সর্বশেষ আপডেটে জানায়, শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

মেডিকেল বোর্ডের বিবৃতিতে জানান হয়, শ্বাসকষ্ট বৃদ্ধি, রক্তে অক্সিজেন কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে শুরুতে হাই-ফ্লো নাজাল ক্যানোলা ও বাইপ্যাপ মেশিন ব্যবহার করা হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুসসহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে বিশ্রাম দিতে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্ট’ প্রয়োজন হয়।

মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে সই করেছেন এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার। এ বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও জ্বর বাড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি–পরবর্তী পরীক্ষায় ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির অবস্থা অবনতি পাওয়ায় তাকে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।

বোর্ড জানায়, ২৭ নভেম্বর তার একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়ে, যার চিকিৎসা চলছে। শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ থাকায় দেওয়া হচ্ছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা। কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিস চলছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসি–জনিত জটিলতায় রক্ত ও রক্তের উপাদান ট্রান্সফিউশন প্রয়োজন হচ্ছে।

ইকোকার্ডিওগ্রামে অ্যাওর্টিক ভাল্ভে সমস্যা ধরা পড়ার পর ‘টিইই’ পরীক্ষায় ইনফেকটিভ অ্যানডোকার্ডাইটিস শনাক্ত হয় এবং আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়েছে।

দেশি–বিদেশি বিশেষজ্ঞদের মাল্টিডিসিপ্লিনারি টিম প্রতিদিন খালেদা জিয়ার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চিকিৎসকরা গণমাধ্যম ও সাধারণ মানুষকে যাচাইবিহীন তথ্য না ছড়ানোর এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করার আহ্বান জানিয়েছেন।

দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবির বি ও সি ইউনিটে শততম নুহা—জাবি ও শাবিতে পজিশন ৫০-এর নি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬