খালেদা জিয়া ৪ বার, এবার তারেক রহমান, আলোচিত এই আসনটিতে কাকে দিল এনসিপি?

এনসিপি লোগো, খালেদা জিয়া ও তারেক রহমান
এনসিপি লোগো, খালেদা জিয়া ও তারেক রহমান  © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম প্রকাশ করেন। 

ওই তালিকায় দেখা যায়, বগুড়া-৬ আসনে এনসিপি থেকে লড়বেন আব্দুল্লাহ-আল-ওয়াকির। একই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া বগুড়া শহর থেকে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল নির্বাচন করবেন।

জানা গেছে, আব্দুল্লাহ আল ওয়াকী ঢাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক। তার বাড়ি বগুড়া শহরের সূত্রাপুর আজাদ পাম্পের কাছে।

২০০৮ সালে বিকল্প ধারার হয়ে বগুড়া-৬ আসনে নির্বাচনের পর এবার এনসিপির হয়ে থেকে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, 'এনসিপি নমিনেশনের জন্য আবেদন করতে আহ্বান করেছিল। সেখানে আমি আবেদন করেছিলাম। তারা আমাকে গ্রহণযোগ্য মনে করেছে। এটা খুশির খবর।'

ওয়াকি এনসিপির জাতীয় কিংবা জেলা-উপজেলার কোনো পদে ছিলেন না। অন্য কোনো দলের রাজনীতিতেও তেমন সক্রিয় ছিলেন না। তবে দুর্নীতিবিরোধী অবস্থান থেকে তিনি নির্বাচন করছেন বলেন দাবি তার।

ওয়াকি বলেন, ‘২০০৭ সালে এক/এগারোর সময় আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলাম। এরপর ২০০৮ সালে আমি বিকল্প ধারায় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। পরে ২০১৪-১৫ সালের দিকে আমি নিজের একটি সংগঠন তৈরি করি। তার নাম জনতার শক্তি। ফেসবুকে অনেক অ্যাক্টিভ ছিলাম। কিন্তু জনশক্তি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি।’

সব ছেড়ে এনসিপিতে আসার বিষয়ে তিনি বলেন, ‘এনসিপি দেশের গণঅভ্যুত্থানে নের্তৃত্ব দিয়েছে। এদের সম্মান আছে, বিশ্বাস আছে, গ্রহণযোগ্যতা আছে; এই কারণে এনসিপিতে আসা।’

প্রসঙ্গত, অনার্স-মাস্টার্স পাস করা ৪৮ বছর বয়সী আব্দুল্লাহ আল ওয়াকী পেশায় শিক্ষকতা ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ১৭ বছর ধরে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। এর আগে তিনি ২০০৮ সালের নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিকল্পধারার প্রার্থী হিসেবে কুলা প্রতীক নিয়ে অংশ নেন। সেই সময় তিনি ৬২৭ ভোট পেয়েছিলেন।

নির্বাচন কমিশেনর তথ্য বলছে, ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত এ আসনে চারবার সংসদ সদস্য হন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

২০১৪ সালে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাপার নুরুল ইসলাম বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি শপথ না নেওয়ায় উপ-নির্বাচনে বিএনপির গোলাম মো. সিরাজ বিজয়ী হন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence