বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইসলামী আন্দোলন থেকে স্থায়ী বহিষ্কার মুফতি হাবিব
- কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ AM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে নিজেকে প্রার্থী ঘোষণা দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বহিষ্কার হয়েছেন পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী–১ (পটুয়াখালী সদর–মির্জাগঞ্জ–দুমকি) আসনের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদার। একই সঙ্গে বাতিল করা হয়েছে তার প্রার্থিতাও।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নির্দেশে এবং জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মুফতি হাবিবুর রহমানের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং পটুয়াখালী-৪ আসনে কেন্দ্র ঘোষিত প্রার্থী থাকা সত্ত্বেও নিজেকে সেই আসনে প্রার্থী ঘোষণা দেওয়ায় তার বিরুদ্ধে এ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
একইসাথে মুফতি হাবিবুর রহমানের পরিবর্তে পটুয়াখালী জেলা শাখার সদস্য মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী–১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুফতি হাবিবুর রহমান পটুয়াখালী–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। অথচ ওই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেই সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছিল।
দলীয় অনুমোদন ছাড়াই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় মুফতি হাবিবুর রহমানকে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।