বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধে ধরাসায়ী ভারতীয় ব্যবসায়ীরা, ১ কেজি পেঁয়াজ ২ টাকা!

২৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ AM
পেঁয়াজ রপ্তানি

পেঁয়াজ রপ্তানি © সংগৃহীত

এক কেজি পেঁয়াজের দাম ২ টাকা! হ্যাঁ, ঠিকই পড়ছেন। মালদার মহদিপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে দু'টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন। ৫০ কিলোর বস্তা মাত্র ১০০ টাকা। যে পেঁয়াজ নাসিক থেকে কেনা হয় ১৬ টাকায়, ভাড়া-সহ খরচ দাঁড়ায় ২২ টাকা কিলো, সেই পেঁয়াজই কয়েক দিন ধরে জলের দরে বিক্রি করছেন রপ্তানিকারকেরা। মালদার খুচরো বাজারে পেঁয়াজের দাম ২০-২২ টাকা কিলো। ইংরেজবাজার শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে মহদিপুরে গেলেই বস্তা বস্তা পিঁয়াজ মিলছে দু'টাকা কেজিতে। বাংলাদেশে রপ্তানি হঠাৎ করে বন্ধ হওয়ায় এর কারণ বলে জানিয়েছেন রপ্তানিকারকরা।

দু'মাস আগেও মহদিপুর দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাক পেঁয়াজ যেত বাংলাদেশে। সেই আশায় প্রায় ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিলেন মহদিপুরের ব্যবসায়ীরা। এক একটি লরিতে ৩০ টন পেঁয়াজ ভর্তি করে রাখা হয়েছিল গোডাউনে। দাম মেটানো হয়েছিল ২২ টাকা কিলো দরে। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হলে তাঁরা দাম পেতেন কিলো প্রতি ৩০ থেকে ৩২ টাকা। কিলো প্রতি লাভের অঙ্ক ৮ থেকে ১০ টাকা। পাটিগণিতের এই অঙ্কে রাশ টেনে দিয়েছে বাংলাদেশ সরকার। হঠাৎ করে তারা পেঁয়াজ আমদারি রপ্তানি বন্ধ করায় মহদিপুরে সেই পেঁয়াজ মিলছে কেজি প্রতি ২ টাকা। এতে কারও ক্ষতির পরিমাণ ৬০ লক্ষ, কারও বা এক কোটি টাকা।

রপ্তানিকারক সাজিরুল শেখ বলেন, 'পচে যাওয়ার আগে দু'টাকা পেলেও ক্ষতি কিছুটা কমে। নইলে সবটাই নষ্ট।' আর এক রপ্তানিকারক জাকিরুল ইসলাম বলেন, 'আমরা কেউ ৫০ গাড়ি আবার কেউ ৭০ গাড়ি পেঁয়াজ নাসিক ও ইন্দোর থেকে কিনে মালদায় নিজেদের গোডাউনে রেখেছিলাম। ১৪ ও ১৬ চাকার বড় বড় লরিতে ৩০ টন করে পেঁয়াজ নিয়ে আসা হয়েছিল। ২২ টাকা কিলো দরে এক টনের দাম ২২০০ টাকা। সেই হিসাবে কেউ ৬০ লক্ষ টাকা, আবার কেউ প্রায় এক কোটি টাকার কাছাকাছি পেঁয়াজ মজুত করে রেখেছিলেন। কিন্তু এখন সেই পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে। তাই বাধ্য হয়ে ২ টাকা কিলো দরে বিক্রি করে দিতে হচ্ছে। নষ্ট হওয়ার আগে যতটুকু দাম পাওয়া যায়, সেটাই অনেক।'

জানা গিয়েছে, দু'মাস আগে পর্যন্ত মালদা দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক ছিল। বাংলাদেশের রপ্তানিকারকদের চাহিদা অনুপাতে এবং কিছু মৌখিক বায়নার ভিত্তিতে মহদিপুরের এক্সপোর্টাররা প্রায় ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ মহারাষ্ট্র থেকে আমদানি করেছিলেন। কিন্তু বাংলাদেশ সরকার ইনপোর্ট পারমিট ইস্যু না-করায় পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহার কথায়, 'কোটি কোটি টাকার ক্ষতি। কেন্দ্র ও রাজ্য সরকার হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে।'

সংবাদসূত্রঃ এই সময়

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

একই পরিবারের ৩ জনের মৃত্যু
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে জবি শিক্ষক সমিতির উদ্বেগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
মহিলা জামায়াতের কোরআন তালিমে দেশীয় অস্ত্র নিয়ে যুবদলের হাম…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
যেভাবে বেঁচে ফিরলেন ৩ জন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইসিবি ইসলামিক ব্যাংক নিয়োগ দেবে প্রোকিউরমেন্ট অফিসার, আবেদ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9