‘ফ্লোটিলার নাগরিকরা দেখেনি কে হিজাবি, কে নিকাবি, কে পড়েছে শর্টস’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০৮ PM
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সাহসী স্বেচ্ছাসেবকরা পৃথিবীর নানা প্রান্ত থেকে একত্রিত হয়ে ইসরায়েলের অবরোধ ভাঙার প্রচেষ্টায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক বিষয়াবলির বিশ্লেষক সাবিনা আহমেদ। তিনি বলেন, ‘মানুষগুলো দেখেনি কে নেকাবি, কে হিজাবী, কে পড়েছে শর্ট’।
আজ শুক্রবার (৩ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে তিনি লেখেন, এরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সাহসী যোদ্ধা, স্বেচ্ছাসেবকের দল, পৃথিবীর চার কোণ থেকে এসে, ব্লকেড ভাঙার অভিপ্রায়ে একে অপরের সাথী। গাজার যুদ্ধ শুধু রক্তের নয়, এই যুদ্ধ অমানুষিকতার বিরুদ্ধে মানবাধিকারের লড়াই।
সাবিনা আহমেদ লিখেছেন, ‘যেই লড়াইয়ে এক পাশে আছে অসম্ভব শক্তিশালী জায়নবাদিরা, তাদের আছে বিশ্বের সবচেয়ে সফিস্টিকেটেড সব অস্ত্র, যা দিয়ে দুই বছর ধরে গুঁড়িয়ে দেয়া হচ্ছে অসহায় কিছু মানুষ আর তাদের বেচে থাকার ঠিকানা। এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে সারা বিশ্বের মানুষ। যারা বিবেকের বন্ধনে একে অপরের সঙ্গী।’
তিনি উল্লেখ করেন, ‘ছবিটি মোস্ট প্রবাবলী মিকেনোর । এই মানুষগুলো দেখেনি কে নেকাবি, কে হিজাবী, কে পড়েছে শর্টস। মিকেনোর ক্যাপ্টেন ছিলেন তুর্কি নাগরিক মুহাম্মদ কুচুকতিগিন, বাকি সদস্যরা হলেন আমেরিকান, মালয়েশিয়ান, স্প্যানিশ। এই ছবি বলে, পৃথিবী এখনও জেগে আছে, ঐক্যের আলোয় আলোকিত, গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে সবাই, হৃদয়ের অটুট বাঁধনে বাঁধা।’