ইসরায়েলি হামলার পরও একটি জাহাজ ছুটছে গাজার দিকে: সুমুদ ফ্লোটিলা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০২:০৯ AM
ইসরায়েলি বাহিনীর বেআইনি হামলা ও বাধার মুখেও মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ এখনো গাজার উদ্দেশে সমুদ্রে যাত্রা অব্যাহত রেখেছে। ‘মারিনেট’ নামের এ জাহাজটি এখনও ‘শক্তভাবে চলমান’ বলে জানিয়েছে ফ্লোটিলা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক ইনস্টাগ্রাম পোস্টে সুমুদ ফ্লোটিলা এ তথ্য জানায়।
স্ট্যাটাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তাদের ২১টি জাহাজ ইসরায়েলি বাহিনী নিশ্চিতভাবে আটক করেছে এবং আরও ২০টি জাহাজ ভাবে আটক হয়েছে। তবে এখনো একটি জাহাজ সমুদ্রে রয়েছে এবং সেটি গাজার দিকে এগিয়ে যাচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সুমুদ ফ্লোটিলা দাবি করে, ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে ৪৭টি দেশের অন্তত ৪৪৩ জন স্বেচ্ছাসেবীকে বেআইনিভাবে অপহরণ করেছে। হামলার সময় জাহাজে থাকা মানবিক সহায়তাকারীদের ওপর জলকামান ব্যবহার ও দুর্গন্ধযুক্ত পানি ছিটানো হয়। পরে আটক কর্মীদের জোরপূর্বক তাদের নিজ নিজ নৌযান থেকে সরিয়ে একটি ইসরায়েলি সামরিক জাহাজে তুলে নেওয়া হয়, যার নাম এমএসসি জোহানেসবার্গ।
ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়, জাহাজগুলোতে খাদ্য, শিশুদের দুধ, ওষুধ এবং বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবক ছিলেন, যারা গাজার মানুষদের সাহায্য করতে যাচ্ছিলেন। ইসরায়েলের এই হস্তক্ষেপ সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলেও মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।
আইনি সহায়তা সংস্থা আদালাহ জানিয়েছে, আটককৃতদের বিষয়ে এখনো খুব সামান্য তথ্য পাওয়া গেছে এবং পরিষ্কার নয় যে তাঁদের অবৈধভাবে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে কি না।
সুমুদ ফ্লোটিলা বিশ্ববাসী, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের সরকারপ্রধানদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘অপহৃত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে মুক্তির ব্যবস্থা করুন। মানবিক সহায়তা আটকানো এবং স্বেচ্ছাসেবীদের অপহরণ আন্তর্জাতিক অপরাধ।’