গাজার পথে ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ায় বাংলাদেশের নিন্দা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:৫৩ AM
গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরাইলের নৌবাহিনী। এ ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানানো হয়। বলা হয় এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরাইল নির্লজ্জ অবস্থান প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আটক মানবিক সহায়তা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।
আরও পড়ুন: ফ্লোটিলা বহরের সর্বশেষ জাহাজ ‘ম্যারিনেট’ গাজার পথে, কখন পৌঁছাবে?
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইসরেইলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বাংলাদেশ মনে করে, মানবিক সহায়তাবাহী ফ্লোটিলা দখলকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতির প্রতীক।
এর আগে, বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলো আটকাতে শুরু করে। একদিন পর বৃহস্পতিবার ইসরায়েলের একজন কর্মকর্তা জানান, ৪০০ জনের বেশি যাত্রী থাকা একাধিক জাহাজকে উপকূলীয় এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
শুক্রবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক বিবৃতিতে জানায়, তাদের ৪২টি জাহাজ ‘বেআইনিভাবে ইসরায়েলি বাহিনী আটক করেছে’ এবং যাত্রীদের ‘অবৈধভাবে অপহরণ’ করা হয়েছে।
তবে একমাত্র জাহাজ ‘ম্যারিনেট’ এখনো মিশন অব্যাহত রেখেছে বলে ফ্লোটিলার ট্র্যাকারে নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে ফ্লোটিলা জানায়, ‘বিশ্ব দেখেছে কীভাবে ইসরায়েলের অবরোধ চ্যালেঞ্জ করলে তার পরিণতি কী হয়। তবু ম্যারিনেট এগিয়ে চলেছে। সে জানে তার সঙ্গীদের কী হয়েছে, জানে তার সামনে কী অপেক্ষা করছে, কিন্তু তবু সে থামে না।’