জেন জি বিক্ষোভের মুখে আরেক দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ

মাদাগাস্কারের প্রধানমন্ত্রী অলিভিয়ার মাহাফালি
মাদাগাস্কারের প্রধানমন্ত্রী অলিভিয়ার মাহাফালি  © সংগৃহীত

পূর্ব-আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে ‘জেন জি’ নেতৃত্বধীন আন্দোলন চলছে। এ আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার জেরে সরকারের পদত্যাগের দাবির মুখে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী অলিভিয়ার মাহাফালি সোমবার তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে চলমান রাজনৈতিক সংকট সমাধানে নতুন ঐক্যমতের সরকার গঠনের নির্দেশ দিয়ে আদালতের যে রায় এসেছিল, তার শর্ত মানতেই তিনি এই সিদ্ধান্ত নেন বলে তিনি জানান। সম্প্রতি আন্দোলনের মুখে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল সরকারের পতন হয়েছে।

গত মাসে প্রেসিডেন্ট হেরি রাজাওনারিমামপিয়ানিনা একটি নির্বাচনী আইন অনুমোদন করেন, যার মাধ্যমে প্রধান বিরোধী প্রার্থী মার্ক রাভালোমানানা নির্বাচনে অংশ নিতে পারবেন। এর আগের সংস্করণটি প্রাণঘাতী সড়ক বিক্ষোভের জন্ম দিয়েছিল।

সর্বোচ্চ সাংবিধানিক আদালত রাজাওনারিমামপিয়ানিনাকে তার সরকার ভেঙে দিয়ে সব রাজনৈতিক দলের সমর্থনে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের নির্দেশ দেয়।

মাহাফালি সাংবাদিকদের বলেন, ‘আমি নিঃশর্তভাবে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি, কারণ আমি কোনো সমাধানকে বাধাগ্রস্ত করতে চাই না। কোনো বাধা বা আক্ষেপ ছাড়াই আমি আমার পদত্যাগপত্র দিচ্ছি।’

এ বছরই মাদাগাস্কারে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।

নিকেল, কোবাল্ট, সোনা, ইউরেনিয়ামসহ নানা খনিজ সম্পদ থাকলেও মাদাগাস্কার বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। ২০০৯ সালের এক অভ্যুত্থান বিদেশি বিনিয়োগকারীদের দূরে সরিয়ে দেয়।

আরও পড়ুন: ‘শান্তি পরিকল্পনা’য় রাজি নেতানিয়াহু, জানালেন ট্রাম্প

রাজাওনারিমামপিয়ানিনাকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগে সংসদের অন্য দলগুলোর সঙ্গে পরামর্শ করতে হবে। তার নিজের দলের কোনো সংসদ সদস্য নেই এবং আদালতের নির্দেশ অনুযায়ী ৫ জুনের মধ্যে তাকে ঐক্যমতের প্রধানমন্ত্রী বেছে নিতে হবে।

প্রসঙ্গত, বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে ‘জেন জি’ নেতৃত্বাধীন আন্দোলন প্রাণহানি ও সহিংসতায় গড়ায়। এর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের নেতৃত্বে শুরু হওয়া তৃতীয় দফার এ বিক্ষোভ থেকে দেশটির সরকারের পদত্যাগের এক দফা দাবি উঠে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারী তরুণ-তরুণীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। বলা হচ্ছে, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দেশ নেপালের ‘জেন-জি’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন দেশটির তরুণ-তরুণীরা। দেশটিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ-প্রতিবাদে রূপ নিয়ে তরুণদের এ আন্দোলন।

এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, বিক্ষোভে অন্তত ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস ও প্রাণঘাতি গুলি ছুড়ে।

তবে ভরকারের দাবি প্রত্যাখ্যান করেছে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, বিক্ষোভ ঘিরে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। দায়িত্বশীলদের এ ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আফ্রিকা নিউজ ও অন্যান্য।

 


সর্বশেষ সংবাদ