একীভূত হওয়ার ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিরাজ করছে: রাশেদ খাঁন

রাশেদ খান
রাশেদ খান  © সংগৃহীত

বেশ কয়েকদিন ধরে গণঅধিকার পরিষদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একীভূত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে, ‘একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃস্থানীয়দের মধ্যে পজিটিভ (ইতিবাচক) দৃষ্টিভঙ্গি বিরাজ করছে’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

এ বিষয়ে তিনি বলেছেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথচলার নবযাত্রা শুরু হলে এই দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ বিষয়ে জানান। 

ফেসবুকে রাশেদ খাঁন লেখেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথচলার নবযাত্রা শুরু হলে এই দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। যেহেতু গণঅধিকার পরিষদ ও এনসিপির নেতাকর্মীদের অনেকের ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন, ২০২১ সালের মোদির আগমন বিরোধী আন্দোলনসহ রাজপথে একসাথে পথচলার দীর্ঘ ইতিহাস রয়েছে, রয়েছে একসাথে রাজনীতি করারও ইতিহাস। 

তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মে তাদের ও আমাদের নেতাকর্মীদের একসাথে আন্দোলন করার কারণে একটা সখ্যতাও আছে। 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, এই দেশের জনগণেরও একটা প্রত্যাশা আছে, তরুণরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক। সেই জায়গা থেকে আমরা আলোচনা ইতিবাচকভাবে চালিয়ে যাচ্ছি। একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃস্থানীয়দের মধ্যে পজিটিভ দৃষ্টিভঙ্গি বিরাজ করছে। এক্ষেত্রে ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে না করার বিষয়ে সবার প্রতি অনুরোধ করছি।


সর্বশেষ সংবাদ