আওয়ামী লীগে অসন্তুষ্ট ২০.২%, এনসিপিতে ২১.৫, বিএনপি-জামায়াতে কত?

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ PM
বিএনপি, জামায়াত, এনসিপি ও নির্বাচন কমিশনের লোগো

বিএনপি, জামায়াত, এনসিপি ও নির্বাচন কমিশনের লোগো © টিডিসি সম্পাদিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যদি কার্যক্রমে অংশগ্রহণ না করে, তবে বিরোধী দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে বেশি ভোট পেতে পারে বলে বেসরকারি সংস্থা ইনোভিশন কনসাল্টিংয়ের জরিপে উঠে এসেছে। জরিপের ফল অনুযায়ী, বিএনপি পেতে পারে ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট, জামায়াতে ইসলামী ৩৩ দশমিক ৫ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেতে পারে ৪ দশমিক ৭ শতাংশ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ দশমিক ৮ শতাংশ এবং জাতীয় পার্টি (জেপি) ২ দশমিক ১ শতাংশ ভোটের সম্ভাবনা রয়েছে। জরিপটি বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে প্রকাশ করা হয়।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৯ দশমিক ৫ শতাংশ গ্রামীণ এবং ৩০ দশমিক ৫ শতাংশ শহুরে বাসিন্দা ছিলেন। মোট ১০ হাজার ৪১৩ জন ভোটার এতে অংশ নিয়েছিলেন। জরিপের ফলাফলে বলা হয়, স্থানীয় রাজনীতিতে দলের প্রতি সন্তুষ্টি এবং অসন্তুষ্টির বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। যেমন, বিএনপির প্রতি ৮ দশমিক ২ শতাংশ, জামায়াতের প্রতি ১৩ দশমিক ৭ শতাংশ এবং এনসিপির প্রতি ৯ দশমিক ১ শতাংশ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি সন্তুষ্টির হার ছিল সবচেয়ে কম মোট ৬ দশমিক ৩ শতাংশ।

এছাড়া জরিপের মাধ্যমে আরও জানা গেছে যে, নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ৬৫ দশমিক ৫ শতাংশ মানুষ প্রার্থীর যোগ্যতা বিবেচনা করে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন, যেখানে মাত্র ১৪ শতাংশ ভোটার দলীয় প্রতীকের ভিত্তিতে ভোট দেবেন। জরিপের ফলাফলে আওয়ামী লীগের সমর্থন কিছুটা বেড়েছে। মার্চে যেখানে আওয়ামী লীগের সমর্থন ছিল ১৪ শতাংশ, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮ শতাংশে। বিএনপি এবং জামায়াতে ইসলামী সমর্থনের দিক থেকে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালায় ফের পরিবর্তন আসছে

এছাড়া জরিপের ফলাফল অনুযায়ী, বিএনপি পরবর্তী সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত দল হিসেবে বিবেচিত হচ্ছে, যার প্রতি সমর্থন রয়েছে ৩৯ দশমিক ১ শতাংশ ভোটারের। জামায়াতে ইসলামীকে যোগ্য মনে করেন ২৮ দশমিক ১ শতাংশ, আর আওয়ামী লীগকে যোগ্য মনে করেন ১৭ দশমিক ৭ শতাংশ। এনসিপিকে যোগ্য মনে করেন ৪ দশমিক ৯ শতাংশ এবং অন্যান্য দলকে ১০ দশমিক ২ শতাংশ মানুষ যোগ্য মনে করেছেন।

বিভাগীয় পর্যায়ে দেখা গেছে, ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে, রংপুরে জামায়াত এবং বরিশালে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। জরিপের ফলাফল অনুযায়ী, আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি জনগণের মনোভাব এবং প্রার্থীর যোগ্যতা বিষয়ে জনমত স্পষ্ট হয়েছে।

জরিপের ফলাফল প্রকাশ করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সরোয়ার। এ সময় আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, ব্রেইন-এর নির্বাহী পরিচালক শফিকুর রহমান এবং সাংবাদিক জাইমা ইসলাম।

এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির মুন্নির প্রার্থীতা স্থগিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘এনপিএ’ নামে নতুন বামপন্থী রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলার…
  • ১৬ জানুয়ারি ২০২৬
একই পরিবারের ৩ জনের মৃত্যু
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9