মেলবোর্নে ১২শ শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

ঐতিহ্যবাহী মেজবান
ঐতিহ্যবাহী মেজবান  © টিডিসি ফটো

অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী মেজবান বা মেজ্জান উৎসব। এ অনুষ্ঠানে এক হাজার দুইশোরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অল্প সময়ের প্রস্তুতিতে এই বিশাল আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে কমিউনিটি সংগঠন ‘রানিং রোভার’।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের পেছনে ছিলো হাজারো মানুষের পরিশ্রম, আন্তরিক ভালোবাসা এবং কমিউনিটির প্রতি গভীর দায়বদ্ধতা। আয়োজকরা বলেন, ‘এতো কম সময়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের এই সংখ্যক মানুষের সমাগম হবে তা আমরা ভাবিনি। প্রথম পাঁচ ঘণ্টার মধ্যে ফ্রি টিকেট শেষ হয়ে গেছে। সবার এই সাড়া ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ।’

এ আয়োজন সফল করতে কাজ করেছেন- প্রিমন, ওভি, আনোয়ার, প্রাইম, মুন্তাসির, তাওসিফ, আবরার, ইরফান, তানজিল, রাফিদ, সারাফ, ওয়াজিদ, নাঈম, নেহাল, ওয়ালিদ, আশিক, সামিদ, মারওয়ান, ইশমাম, সিনদিদ, শিফা, আফরা, মুনতাকা, নিহা এবং নওয়ার। তাদের অক্লান্ত পরিশ্রম, পরিকল্পনা ও সহযোগিতা ছিলো আয়োজনের সফলতার মূল চাবিকাঠি।

গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় মো. আশিকুর রহমান আশিক, নাহিদ, তানজুম, ইকরাম, প্রতীক, শাফাত, ইবনে মাইন, ইমতু, ইমতিয়াজ আহমেদ, জি. এম. সোলাইমান, রোহান, আফনান, মোহাম্মদ আরিফ, সাইফুর রহমান শাওন সহ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি।

এই আয়োজনকে সফল করতে সহযোগী হিসেবে ছিলো স্ট্র্যাটেজিক পার্টনার ‘এন্ডেভার এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন কনসালটেন্টস’, ইভেন্ট পার্টনার ‘অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি স্টুডেন্টস (AABS)’ ও ওহি মাহমুদ ভাই, সাপ্লাই পার্টনার ‘মেক্সিম বাংলাদেশ’ ও ‘রিভারডেল কোয়ালিটি মিটস অ্যান্ড প্রোডিউস’, মিডিয়া পার্টনার ‘দ্য ডেইলি ক্যাম্পাস’ এবং প্রোমোশনাল পার্টনার ‘চিত্তাগোনিয়ান’।


সর্বশেষ সংবাদ