হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, তেলের বাজারে অস্থিরতা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৭:৩৬ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM

তেলআবিবে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান যা মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হিসেবে পরিচিত। ইরানের সশস্ত্র বাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো জাহাজই এই প্রণালি অতিক্রম করতে পারবে না।
বিবৃতিতে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘আমরা হজরত আব্বাস (আ.)-এর অনুসারী। আমাদের অনুমতি ছাড়া একটি মাছিও আমাদের জলসীমায় প্রবেশ করতে পারবে না।’
অন্য আরেক পোস্টে আরও বলেছে, ‘তারা কোথায়, যারা বলেছিল তারা ইরানি ক্ষেপণাস্ত্র থামাবে এবং ইসরায়েলকে রক্ষা করবে? এখন বিশ্ব দেখতে পাবে কে আসল মধ্যপ্রাচ্যের সিংহ!’
এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে জ্বালানি তেল ও গ্যাসের দামে তীব্র অস্থিরতা দেখা দেয়। কারণ এ হরমুজ প্রণালি দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়ে থাকে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ নিশ্চিত করে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকলে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে এবং বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে সরাসরি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে সংবেদনশীল একটি সমুদ্রপথ। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত। প্রণালীটির প্রস্থ খুব বেশি নয় সবচেয়ে সংকীর্ণ জায়গায় মাত্র ৩৯ কিলোমিটার, যার মধ্যে কেবল দুটি সংকীর্ণ চ্যানেল দিয়ে বড় জাহাজ চলাচল করতে পারে।
তবে ছোট এই পানিপথ দিয়েই প্রতিদিন বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ২০ শতাংশ যাতায়াত করে, যা একে বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।
হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইরান প্রায়ই এই প্রণালীকে একটি কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা বা সামরিক হুমকির জবাবে ইরান একাধিকবার হুমকি দিয়েছে যে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে, যা গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চরম বিপর্যয় ডেকে আনবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বারবার এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নৌবাহিনী মোতায়েন করেছে।