আটকানো যায়নি ইরানের অনেক ড্রোন, ঘণ্টাখানেকের মধ্যে আঘাত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM

তেহরানসহ বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। দেশটির ছোড়া ড্রোনগুলো ঘণ্টাখানেকের মধ্যে ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আগেই বলেছিল যে ইরান থেকে ইসরায়েলের দিকে ১০০টিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে এবং ইসরায়েলি বিমান বাহিনী তাদের আটকানোর জন্য কাজ করছে।
এই ধরনের ড্রোনগুলো ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে সাধারণত সাত ঘণ্টা সময় নেয়।
প্রতিবেদনে বলা হয়, ইরাকের ওপর বেশ কয়েকটি ড্রোন দেখা গেছে, যার অর্থ হলো, যদি আইএএফ আগে থেকে গুলি করে এসব ভূপাতিত না করতে না পারে, তাহলে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
তবে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করতে কাজ শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান।
আরও পড়ুন : ইরানের হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় খুঁজছে ইসরায়েলি নাগরিকরা
এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সীমান্তের বাইরে ড্রোনগুলো আটকানো হচ্ছে। যেসব ড্রোন আগে থেকে আটকানো হয়নি, সেগুলো এক ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছাবে।
এদিকে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার মধ্যে ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইরানের হামলার কারণে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা উচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে, কারণ ইরান রকেট ও ব্যালিস্টিক হামলাও চালাতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানে হামলার পরপরই দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল সরকার। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ জরুরি অবস্থা ঘোষণা করেন।
বিবিসি আরও জানায়, জেরুজালেমে সুপার মার্কেটের তাক দ্রুত ফুরিয়ে যাচ্ছে, মানুষ খাবার ও পানি মজুত করে রাখছে। ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে যে তারা সারা দেশে রক্ত পরিষেবা চালু করছে, অন্যদিকে কিছু হাসপাতাল জানিয়েছে যে তারা এমন রোগীদের ছেড়ে দিচ্ছে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে।