৩ বছরের নাগরিকত্ব নিয়ে দুঃসংবাদ দিল জার্মানি

২৮ মে ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ০২:৫৫ PM
জার্মানির তিন বছরে নাগরিকত্ব

জার্মানির তিন বছরে নাগরিকত্ব © সংগৃহীত

তিন বছরে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বন্ধে নতুন আইন তৈরি করতে যাচ্ছে জার্মান সরকার। বুধবার (২৮ মে) জার্মান মন্ত্রিসভায় বৈঠকে নাগরিকত্ব আইনবিষয়ক খসড়া প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডটের এটি উপস্থাপন করবেন।

এই খসড়া প্রস্তাবে তিন বছর জার্মানিতে অবস্থান এবং উচ্চপর্যায়ে ভাষা দক্ষতা থাকলে জার্মান নাগরিকত্বের দ্রুত পন্থাটি রদ করার কথা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার বলেছেন, এই ‘এক্সপ্রেস নাগরিকত্ব’ আমরা বন্ধ করবে। জার্মান নাগরিকত্ব একটা ইন্টিগ্রেশন পদ্ধতির মধ্য দিয়ে গিয়ে তারপর মেলে, একেবারে গোড়াতে নয়।

তিনি বলেন, জার্মানিতে জীবনযাপনে অভ্যস্ত হওয়া ও এখানকার সমাজে মিশতে পারার জন্য তিন বছর যথেষ্ট কোনো সময় নয়।

বর্তমান আইনি কাঠামো অনুযায়ী, স্বাভাবিক সময়ে জার্মানিতে বসবাস করা বিদেশি নাগরিকরা দেশটিতে পাঁচ বছর একটানা অবস্থান করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। যদিও এর আগে দেশটিতে এই সময়সীমা আট বছর ছিল।

আরও পড়ুন : ববিতে গবেষণায় বাজেট স্বল্পতা, আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ওলাফ শলৎসের নেতৃত্বাধীন দেশটির বিদায়ী সরকার নাগরিকত্ব আইন সহজ করার লক্ষ্যে বেশ কিছু পরিবর্তন এনেছিল। এর মধ্যে রয়েছে জার্মান সমাজে একীভূত হওয়ার শর্তসাপেক্ষে তিন বছর জার্মানিতে অবস্থান করা বিদেশিদের নাগরিকত্ব প্রদানের সুযোগ।

তবে সিডিইউ-সিএসইউর নেতৃত্বাধীন নতুন জোট সরকার এ আইনের পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে রয়েছে তিন বছরের ওই বিধান বতিল করা। তবে নির্বাচনের আগে আলোচনায় আসা অপরাধের সঙ্গে যুক্ত দ্বৈত নাগরিকদের জার্মান নাগরিকত্ব বাতিল করার বিষয়ে কোনো বিধান রাখছে না নতুন সরকার। পাশাপাশি পাঁচ বছর পর নাগরিকত্ব পাওয়ার আইনও বহাল থাকছে।

তিন বছরের এই নাগরিকত্ব পেতে বিদেশিদের সি১ লেভেলের জার্মান ভাষার দক্ষতা ও জার্মান সমাজে একীভূত হওয়ার জোরালো প্রমাণ উপস্থাপন করার বিধান যুক্ত করা ছিল। সেই সময় থেকেই রক্ষণশীল সিডিইউ-সিএসইউ এই বিধানের সমালোচনা করে আসছিল।

সূত্র : ডয়চে ভেলে

পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৩১ ডিসেম্বর ২০২৫