পদকজয়ী আর্চারদের ১০ লাখ টাকা করে পুরস্কার দিবে সরকার

উপদেষ্টা আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ মাহমুদ  © সংগৃহীত

ঢাকায় অনুষ্ঠিত ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের তিন পদকজয়ী আর্চারকে ১০ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ঘোষণা প্রদান করেন।

প্রতিযোগিতার কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রৌপ্য জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার, আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। এই তিন আর্চারকেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বিশ্বের জনবহুল দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও এখনো অলিম্পিকে বাংলাদেশের স্বর্ণপদক নেই। তিনি আশা প্রকাশ করেন যে আর্চারির মাধ্যমেই একদিন সেই স্বপ্ন পূরণ সম্ভব এবং এজন্য আর্চারদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।‘

পুরস্কারের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন রৌপ্যজয়ী বন্যা আক্তার। তিনি বলেন, ‘এমন আর্থিক প্রণোদনা আর্চারদের আগ্রহ ও মনোযোগ বাড়াবে এবং আর্থিক সুবিধা বাড়লে অনেকে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত থেকেও সরে আসবেন। একই প্রেক্ষাপটে টিম হোটেল থেকেও বন্যা জানান, এই পুরস্কার তাদের জন্য অত্যন্ত উৎসাহজনক।‘

৩০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আসরে ভারত ৬টি স্বর্ণসহ মোট ১০টি পদক নিয়ে শীর্ষে রয়েছে, আর দক্ষিণ কোরিয়া স্থান পেয়েছে দ্বিতীয় অবস্থানে।

 

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!