ফুটবলকে প্রাধান্য উপদেষ্টার, ভেন্যু সংকটে এশিয়ান আর্চারি

প্রীতি ম্যাচ শেষে ক্রীড়া উপদেষ্টা
প্রীতি ম্যাচ শেষে ক্রীড়া উপদেষ্টা   © সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামে ভেন্যু নিয়ে তীব্র জটিলতা বেধেছে। আগামী ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ২০টির বেশি দেশ অংশ নেবে। একই সময়ে ১৩ নভেম্বর বাংলাদেশ-আফগানিস্তান এবং ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের সূচি থাকায় স্টেডিয়াম নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ফুটবলকেই অগ্রাধিকার দেওয়া হবে।

শনিবার (২৫ অক্টোবর) এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি বলেন, ‘ফুটবলের প্রতি প্রয়োরিটি রয়েছে। ভারত ও আফগানিস্তানের সাথে খুব কাছাকাছি সময়ে ম্যাচ আছে। সেই কারণে আমরা দুঃখজনকভাবে এখানে আর্চারি করতে পারছি না। আর্চারি অন্য কোনো জায়গায় হবে।’ 

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘এখানে হলে বেস্ট হতো। এখানে পারছি না ফুটবলের জন্য, এখন ফুটবলের প্রতি প্রয়োরিটি রয়েছে। ভারত ও গ্রানাডার (আফগানিস্তান) সঙ্গে খুব কাছাকাছি সময়ে। সেই কারণে আমরা দুঃখজনকভাবে পারছি না, এখানে করতে। সুবিধাজনক ও বেস্ট পসিবল প্লেসই আর্চারি আয়োজন করব।’

অবশ্য, বিকল্প হিসেবে কমলাপুর বা আর্মি স্টেডিয়ামের কথা জানান তিনি। তবে এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। তাদের মতে, কমলাপুর স্টেডিয়াম এমন বড় আন্তর্জাতিক আয়োজনের জন্য উপযুক্ত নয়। তাছাড়া, এত মাস আগে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ পাওয়ার পর এখন ভেন্যু পরিবর্তন করা কঠিন।

সরকারের অগ্রাধিকারে ফুটবল থাকলেও আর্চারি ফেডারেশন আশা করছে, আলোচনার মাধ্যমে এমন সমাধান আসবে যাতে দেশের ইমেজ রক্ষা পায় এবং দুই খেলাই সুষ্ঠুভাবে আয়োজন করা যায়।

ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ ও উপদেষ্টার প্রতি আমাদের অনুরোধ, অন্তত ১২ নভেম্বর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেন আমরা জাতীয় স্টেডিয়ামে খেলতে পারি। ১২ নভেম্বর সন্ধ্যা ছয়টার পর এখানে আর্চারির একটি বোর্ডও থাকবে না। ১৩-১৪ দুই দিন আমরা অন্যত্র খেললাম সেটা সমস্যা হবে না। একেবারে ভেন্যু বদল হলে সেটা বাংলাদেশের জন্য খানিকটা ইমেজ সংকটের।’


সর্বশেষ সংবাদ