ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু ৭ সেপ্টেম্বর

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ PM
আয়োজিত সংবাদ সম্মেলন

আয়োজিত সংবাদ সম্মেলন © সংগৃহীত

তারুণের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে এবং স্বনামধন্য ইলেকট্রনিকস পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে “ভিসতা ১৩তম জাতীয় (পুরুষ ও মহিলা) সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা-২০২৫”। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রবিবার ও সোমবার, এই দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ৪টি সার্ভিসেস দল থেকে  পুরুষ ১০টি এবং মহিলা ১০টি মোট ২০টি ওজন শ্রেণিতে ১০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। খেলার ভেন্যুতে সকাল ৯টায় খেলোয়াড়দের দৈহিক ওজন গ্রহণ করা হবে।
আর সকাল ১০টা থেকে খেলা শুরু হবে। তবে দুপুর ১২টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
  
প্রতিযোগিতা উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন ফেডারেশনের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মো. আশিক সাঈদ, ফেডারেশনের সহ-সভাপতি এবং পৃষ্ঠপোষক ভিসতা ইলেকট্রনিকসের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফিয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, সহ-সম্পাদক এ কে এম আব্দুল মোবিন এবং কোষাধ্যক্ষ মো. মাকসুদ আক্তার মোবারকি।

গোপালগঞ্জে শুটারগানসহ তৌহিদুল গ্রেপ্তার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী-মামুনুল হক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামে নেই ম্যাচ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজার ঢল ছাড়াল রাজধানীর কয়েক এলাকায়
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শিক্ষকতায় ফেরা হলো না বিশেষ সহকারীর, পদত্যাগপত্র গৃহীত অবসর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে মরা গরুর পঁচা মাংস বিক্রি: ব্যবসায়ীকে ১৫ দিনের ক…
  • ৩১ ডিসেম্বর ২০২৫