একনজরে এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ PM
এশিয়া কাপ ট্রফি

এশিয়া কাপ ট্রফি © সংগৃহীত

এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে গড়াবে ৮ জাতির এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে সবগুলো দল।

এবারের আসরে ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাইয়ে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আবুধাবি, এছাড়া জমকালো ফাইনালের মঞ্চ দুবাই।

এবারের আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নিচ্ছে, গেলবারের তুলনায় দুটি দল বেড়েছে। গ্রুপ ‘এ’তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমান রয়েছে। এছাড়া ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

একনজরে দেখে নিন ৮ দলের স্কোয়াড
বাংলাদেশ দল: 

অধিনায়ক: লিটন দাস
স্কোয়াড: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

ভারত দল: 

অধিনায়ক: সূর্যকুমার যাদব
স্কোয়াড: শুবমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হার্শিত রানা, রিঙ্কু সিং।

পাকিস্তান দল:

অধিনায়ক: সালমান আলী আগা
স্কোয়াড: আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

আফগানিস্তান দল: 

অধিনায়ক: রশিদ খান
স্কোয়াড: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দরবিশ রাসুলি, সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, আল্লাহ গজনফর, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফরিদ মালিক, ফজলহক ফারুকি, নাভিন উল হক।

ওমান দল:

অধিনায়ক: জতিন্দর সিং
স্কোয়াড: হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওদেদেরা, আমির কলিম, মোহাম্মেদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, করন সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলী শাহ, ফয়সাল শাহ, মুহাম্মেদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব।

হংকং দল:

অধিনায়ক: ইয়াসিম মুর্তজা
স্কোয়াড: বাবর হায়াত, জিশান আলী, নিয়াজাকাত খান, নসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, অংশুমান রাঠ, কালহান মার্ক চাল্লু, আয়ুশ আশিস শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, হারুন মোহাম্মদ আরশাদ, আলী হাসান, শহিদ ওয়াসিফ, গজনফর মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ, আনাস খান, এহসান খান।

শ্রীলঙ্কা দল:

অধিনায়ক: চারিথ আসালঙ্কা
স্কোয়াড: পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নোয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডুনিথ ভেলালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নূয়ান তুশারা, মাতিশা পাথিরানা।

সংযুক্ত আরব আমিরাত দল:

অধিনায়ক: মুহাম্মদ ওয়াসিম
স্কোয়াড: আলিশান শরফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, হরশিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মতিউল্লা খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহায়েব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান, সিমরনজীত সিং, সগির খান।

কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি পরিচালক নাজমুল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘ইসলামপন্থিদের ভোট এক বাক্সে’ আনার রাজনীতি কি থমকে গেল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহমান
  • ১৭ জানুয়ারি ২০২৬
তৃতীয় দফায় জিএসটি গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে যত আবেদন পড়ল 
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুনরায় হচ্ছে চবির ‘এ’ ইউনিটের ফল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
ব্যালটের একই সারিতে ট্রাক ও ট্রাক্টর প্রতীক, বিপাকে নুরের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9