বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে আফগানিস্তান, তবে উগান্ডার চেয়েও পিছিয়ে

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ   © সংগৃহীত

বাংলাদেশের অন্যতম প্রধান হোম ভেন্যু মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সাম্প্রতিক সময়ে অন্যান্য শহরে লাল-সবুজের আন্তর্জাতিক ম্যাচ দেখা গেলেও লম্বা সময় ধরে হোম অব ক্রিকেটেই অধিকাংশ ম্যাচ হতো। এরই কল্যাণে টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডও টাইগারদেরই দখলে। এবার লিটন-তামিমদের সেই এলিট লিস্টে নাম লেখালো আফগানিস্তান।

মিরপুরে এখন পর্যন্ত ৪৮ টি-টোয়েন্টি খেলে ২৪টিতে জিতেছে বাংলাদেশ, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে যা নির্দিষ্ট ভেন্যুতে যেকোনো একটি দলের সর্বোচ্চ জয়ের রেকর্ড। এই তালিকায় দুইয়ে আফগানিস্তান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৯তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে ২০তম জয় পেয়েছে তারা। বিশ্বের দ্বিতীয় পূর্ণ সদস্য দেশ হিসেবে এই ফরম্যাটে এক ভেন্যুতে ন্যূনতম ২০ ম্যাচে জয় পেল রশিদ খান-আজমতউল্লাহ ওমরজাইরা। ফলে, 

অবশ্য, এক ভেন্যুতে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের রেকর্ড উগান্ডার। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত রুয়ান্ডার গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৫টিতেই জিতেছে তারা। দুই পরাজয়ের বিপরীতে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এছাড়া একই মাঠে ২২ ম্যাচ জিতেছে তানজানিয়া। তবে তাদের কেউই আইসিসির পূর্ণ সদস্য দেশ নয়। 

এদিকে এক ভেন্যুতে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়ের রেকর্ডে তিন ও চার, দুটিতেই পাকিস্তান। দুবাইয়ে ১৭ টি-টোয়েন্টি এবং লাহোরে ১৬ টি-টোয়েন্টি জিতেছে দ্য গ্রিন ম্যানরা। এই তালিকার পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৪ টি-টোয়েন্টি জিতেছে। 

তবে আফগানদের কাছে এই রেকর্ডটা আরও একটু সমৃদ্ধ করার সুযোগ থাকছে। আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) শারজায়  ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান। এর আগে, গেল ২ সেপ্টেম্বর এই মাঠেই দ্য গ্রিন ম্যানদের ১৮ রানে হারিয়েছিল আফগানরা।


সর্বশেষ সংবাদ