প্রথমবারের মতো দুটি মেডিকেলকে স্বীকৃতি দিয়েছে অ্যাক্রেডিটেশন কাউন্সিল © সংগৃহীত ও সম্পাদিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজকে (এসএইচএসএমসি) স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএমইএসি)। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত ইস্যু জারি করেছে প্রতিষ্ঠানটি। বিএমইএসির রেজিস্ট্রার অধ্যাপক ডা. হুমায়ুন কবির তালুকদার আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক হুমায়ুন কবির তালুকদার বলেন, আমরা কার্যক্রম শুরুর পর এ সংক্রান্ত আবেদন আহ্বান করি। প্রথমেই ঢাকা মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আবেদন করে। প্রথমধাপে চূড়ান্ত পরিদর্শন ও মানদণ্ড যাচাই শেষে প্রয়োজনীয় সকল একাডেমিক ও প্রশাসনিক মানদণ্ড পূরণ করায় এই দুটি মেডিকেল কলেজকে পাঁচ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই আরও কয়েকটি সরকারি-বেসরকারি মেডিকেলকেও দেওয়া হবে। ইতোমধ্যে ৭টি মেডিকেলকে অনুমোদন দেওয়ার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, অ্যাক্রেডিটেশন স্বীকৃতি দেওয়ার আগে আমাদের ৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল তিন দিন ধরে মেডিকেলগুলোর শিক্ষা ও শিখনের পরিবেশ যাচাই করে। তারা প্রতিবেদন জমা দিলে আমরা ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) কাছে প্রতিবেদন পাঠিয়েছি, তাদের প্রতিনিধিদল এসেও এক সপ্তাহ অবস্থান করে এসব যাচাই করেছে। তারাও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।
বিএমইএসি রেজিস্ট্রার বলেন, মেডিকেল কলেজগুলোর গুণগত মান বৃদ্ধিতে আমরা ডব্লিউএফএমইর নির্দেশনা অনুযায়ী মানদণ্ড নির্ধারণ করেছি। প্রতিটি মেডিকেলকে এর আওতায় আসতে হবে। এজন্য পৃথকভাবে তাদের আবেদন করতে হবে। এই স্বীকৃতি দেশের মেডিকেল শিক্ষার আন্তর্জাতিক মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ডব্লিউএফএমই এবং বিদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের ডিগ্রির গ্রহণযোগ্যতা বাড়াতে এ স্বীকৃতির গুরুত্ব অপরিসীম।
প্রসঙ্গত, বিএমইএসি হলো একটি সরকারি সংস্থা যা দেশের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি) প্রদান করে, যার লক্ষ্য মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা। এই সংস্থাটি বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩ অনুযায়ী গঠিত হয়েছে।