মেডিকেল ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন আসছে, পরীক্ষা কবে?

১৪ জুলাই ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ AM
কয়েকজন মেডিকেল শিক্ষার্থী

কয়েকজন মেডিকেল শিক্ষার্থী © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার সময় এখনো নির্ধারিত হয়নি। তবে এবারের ভর্তি আগামী ডিসেম্বরে আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া ভর্তি নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আভাস দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। নীতিমালার খসড়া নিয়ে বর্তমানে প্রাথমিক পর্যায়ে কাজ চলছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নীতিমালার বিষয়টি এখন একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে। এখনও চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ডিসেম্বরের আগেই আমরা মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে বসবো এবং নীতিমালা চূড়ান্ত করবো। তখনই বলা যাবে পরীক্ষা কবে নাগাদ হবে।’

তিনি আরও বলেন, ‘এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে ১০০ নম্বর বরাবরের মতো বহাল থাকবে নাকি তা কমানো বা বাড়ানো হবে—সে সিদ্ধান্তও নীতিমালার আলোকে নেওয়া হবে।’

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু নেই, আক্রান্ত কত?

এবার ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের পাশাপাশি আলোচনায় আছে জুলাই কোটা যুক্ত করার বিষয়টিও। তবে এই সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অধ্যাপক রুবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘জুলাই কোটা যুক্ত হবে কিনা, সেটি পুরোপুরি সরকারের সিদ্ধান্ত। সরকার সিদ্ধান্ত দিলে আমরা সেই অনুযায়ী কাজ করবো।’

তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরের আগেই নীতিমালা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। কারণ ভর্তি পরীক্ষা যদি বছরের শেষ দিকে হয়, তবে তার আগেই নীতিমালা প্রকাশ করতে হবে।

উল্লেখ্য, বর্তমানে মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত ১০০ নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ১০০ নম্বরের যোগফল বিবেচনায় নেয়া হয়। এবার এ পদ্ধতিতে পরিবর্তন আনা হতে পারে বলে আভাস মিলছে।

ট্যাগ: মেডিকেল
জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফলাফল প্রকাশ, এগিয়ে যারা?
  • ০৭ জানুয়ারি ২০২৬
ভারত ছাড়তে ‘নারাজ’ আইসিসি, বিশ্বকাপ নিয়ে চাপের মুখে বিসিবি
  • ০৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে চূড়ান্ত কর্মশালার তারিখ জানাল …
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে এক কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ছাত্রদল
  • ০৭ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যানের মৃত্যু
  • ০৭ জানুয়ারি ২০২৬
নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
  • ০৭ জানুয়ারি ২০২৬