মাদ্রাসার ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ

২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ PM
মাদ্রাসা শিক্ষার্থী

মাদ্রাসা শিক্ষার্থী © সংগৃহীত

সারাদেশের আলিয়া মাদ্রাসার জন্য ২০২৬ সালের (১৪৩২–১৪৩৩) শিক্ষাবর্ষের প্রস্তাবিত ছুটির তালিকা ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ২৫ জুন থেকে ১৫ জুলাই অর্ধবার্ষিক এবং ১৯ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে। এ ছাড়া পুরো বছরে মোট ৭০ দিন ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

প্রকাশিত ছুটির তালিকায় দেখা গেছে, ৭০ দিনের মধ্যে সবচেয়ে বেশি ছুটি রাখা হয়েছে ৩০ দিন। পবিত্র রমজান, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শব-ই-কদর (১৭ মার্চ), জুমাতুল বিদা (২০ মার্চ), ঈদ-উল-ফিতর (২১ মার্চ) এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে এই ছুটি থাকছে। এটি ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ২৬ মার্চ।

এ ছাড়া পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিন ছুটির ব্যবস্থা রয়েছে। মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর), বিশ্ব আরবি ভাষা দিবস (১৭ ডিসেম্বর), হযরত ঈসার (আ) জন্মদিন (২৫ ডিসেম্বর) ও শীতকালীন অবকাশ উপলক্ষে ১০ দিন ছুটি রয়েছে ১৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

এর বাইরে ১৭ জানুয়ারি শব-ই-মিরাজ, ৪ ও ৫ ফেব্রুয়ারি শব-ই-বরাত, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মে দিবস ও বুদ্ধ পুর্ণিমা, ১৬ জুন হিজরি নববর্ষ, ২৬ জুন পবিত্র আশুরা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ ও ২৭ আগস্ট পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী এবং ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম  উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে ৩ দিন। তবে ইসলাম ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে দেওয়া ছুটি চাঁদ দেখার উপর নির্ভরশীল থাকবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা সংশোধিত খসড়া ছুটির তালিকায় বলা হয়েছে, হাওর অঞ্চলে বোরো ধান কাটা উপলক্ষে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের অনুপস্থিত থাকতে দেখা যায়। তাই হাওর অঞ্চলের মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানরা মোট ছুটির সংখ্যা অপরিবর্তিত রেখে পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে ওই সময়ে সর্বোচ্চ দশ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।

এদিকে ২০২৬ শিক্ষাবর্ষে এবতেদায়ী ও দাখিল স্তরের পরীক্ষা গ্রহণের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। এ ছাড়া ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দাখিল নির্বাচনী পরীক্ষা এবং ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক ও দাখিল নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে।

বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে গুগলে দেখা যাবে না এআই ওভারভ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ দেশব্যাপী বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9