ঈদ শেষে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার হলে পরিচ্ছন্নতা, স্বস্তিতে শিক্ষার্থীরা

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার হলে পরিচ্ছন্নতা কার্যক্রম
সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার হলে পরিচ্ছন্নতা কার্যক্রম  © টিডিসি

ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে খুলেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হল। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে চলছে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম। বৃষ্টির কারণে সৃষ্ট আগাছা, জমে থাকা পানি এবং আবর্জনা সরিয়ে ফেলার কাজ চলছে পুরোদমে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে এডিস মশার বংশবিস্তারের সুযোগ না হয়।

মাদ্রাসার দুই আবাসিক হল প্রাঙ্গণে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের নিরলস প্রচেষ্টায় প্রতিদিনই এগোচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গঠনের কাজ। শিক্ষার্থীদের মধ্যে স্বস্তিও দেখা যাচ্ছে এমন উদ্যোগে।

এ বিষয়ে আল্লামা কাশগরী (রহঃ) ও মুফতি আমিমুল ইহসান হলের প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, আট দিনের ঈদ ছুটি শেষে আজ দুইটি আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে হলে ফিরেছেন। তাদের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলাই আমাদের অগ্রাধিকার। আগাছা পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন এবং নিয়মিত জীবাণুনাশক ছিটানোর কাজ চলছে। আমরা চাই, শিক্ষার্থীরা যেন সুস্থ ও মানস্মত পরিবেশে অবস্থান করতে পারে।

তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে এই পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও প্রশান্তিময় আবাসন নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।


সর্বশেষ সংবাদ