কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয়

১১ মে ২০২৫, ০৮:০৫ AM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৪৩ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির কোনো প্রস্তাব পাঠানো হয়নি। স্কুল-কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি পেলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদেরও বৃদ্ধি পাবে।’

রোববার (১১ মে) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট) সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন।

স্কুল-কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আপনারা কেন প্রস্তাব পাঠাননি এমন প্রশ্নের জবাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এ কর্মকর্তা জানান, ‘স্কুল-কলেজের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে সেটি আমাদের জানা নেই। এ সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। এ সংক্রান্ত প্রস্তাবের কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ হলে আমরা প্রস্তাব পাঠাব।’

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন স্কুল-কলেজের শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে। আসন্ন ঈদুল আজহার পূর্বেই শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করা হতে পারে।

গত ৫ মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান।

তিনি বলেন, ‘কয়েকমাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমত এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে।’

উপদেষ্টা বলেন, ‘কিন্তু, ১৫/২০ বছরের বঞ্চনা ১/২ বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে- এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে ১৫ বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।'

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'তাদের (এমপিওভুক্ত শিক্ষক) উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা- এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো, এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো। আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে।’

বিদায়ী শিক্ষা উপদেষ্টার ঘোষণা অনুযায়ী স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হলেও কারিগরি ও মাদ্রাসার শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করেনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

জামায়াত-ইসলামী আন্দোলন সমঝোতা, পাশার দান কি ফের উল্টাচ্ছে?
  • ১৪ জানুয়ারি ২০২৬
কান্না থেকে কোর্ট—অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির আ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
জানাজা শেষে বাড়ি ফেরার পথে ডাকাতির কবলে প্রাইভেট কার, আহত ৫
  • ১৪ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
  • ১৪ জানুয়ারি ২০২৬
আশরাফ হাকিমির প্রেমে মজেছেন নোরা ফাতেহি!
  • ১৪ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত ১৩ নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9