ইনক্রিমেন্ট কাটার অর্থ ফেরত পাবেন মাদ্রাসা শিক্ষকরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৫:২৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৩, ০৫:৪১ PM
বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ইনক্রিমেন্ট কর্তনের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। অর্থ ফেরতের জন্য শিক্ষকদের অনলাইনে আবেদন করতে হবে।
রোববার (৯ জুলাই) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মো. লুৎফর রহমান।
তিনি বলেন, ৬ মাস না হওয়ায় শিক্ষকদের ইনক্রিমেন্ট কর্তন করা হয়েছিল। সেগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষকদের এজন্য মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
আরও পড়ুন: ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা
এদিকে মাদ্রাসা শিক্ষকদের ৬ মাস পর্যন্ত বকেয়া বেতন-ভাতা নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে আবেদনসমূহ সঠিকভাবে যাচাই-বাছাই কাজ সম্পন্নের জন্য অনেক সময় প্রয়োজন হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬ মাসের বেশি সময়ের ও বিজ্ঞ আদালতের আদেশমূলে দাবিকৃত বকেয়া বেতন-ভাতাদির আবেদনে প্রতিকারপ্রার্থীর নিজস্ব স্বাক্ষর, প্রতিষ্ঠান প্রধান/জেলা শিক্ষা অফিসার কিংবা উপজেলা মাধ্যমিক/থানা শিক্ষা অফিসারের অপ্রায়ণ হার্ড কপিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ছক এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ সংশোধিত) এর পরিশিষ্ট " মোতাবেক চাহিত তথ্যাদি ও অন্যান্য ডকুমেন্টসসহ দাখিল করতে হবে।