ঢাকা বিশ্ববিদ্যালয়

ফেসবুকে পরিচয়, ক্যাম্পাসে প্রেম—বিয়ের প্রলোভনে ‘ফুসলিয়ে’ ধানমন্ডিতে রেস্টুরেন্ট-হোটেলে নিয়ে ধর্ষণ

  • ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
  • অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে মামলা
  • ঢাবির হলে ছাত্রের সিট বাতিল
০৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ PM
অভিযুক্ত ঢাবি ছাত্র তাসমিম মাহিদ চঞ্চল

অভিযুক্ত ঢাবি ছাত্র তাসমিম মাহিদ চঞ্চল © টিডিসি সম্পাদিত

ফেসবুকে পরিচয়। তারপর ক্যাম্পাসে সাক্ষাৎ। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতিতে ঘনিষ্ঠতা। একই আশ্বাসে ‘ফুসলিয়ে ও প্রলোভন’ দেখিয়ে রেস্টুরেন্ট ও হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গত অক্টোবরে তাসমিম মাহিদ চঞ্চল (২৪) নামে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় মামলার পর ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে তার আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর করা ধানমন্ডি মডেল থানায় মামলা নম্বর-১৩। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় এ মামলা করা হয়েছে। তবে এখনও গ্রেপ্তার হননি অভিযুক্ত চঞ্চল। আর অভিযুক্তের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদি। এজন্য ফের শাহবাগ থানায় করেছেন সাধারণ ডায়েরি (জিডি)।

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

মামলার এজাহারে ভুক্তভোগী ছাত্রী জানান, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রায় এক বছর আগে অভিযুক্তের সঙ্গে ক্যাম্পাসে একাধিকবার সাক্ষাতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রতিশ্রুতিতে চঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। কয়েকদিন পর ধানমন্ডির দাইমাসু রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা বলে সেখানকার স্মোকিং জোনে নিয়ে তাকে ফুসলিয়ে ধর্ষণ করেন তিনি। এ সময় আপত্তি সত্ত্বেও তিনি গোপনে তার কিছু ব্যক্তিগত ভিডিও ও ছবি ধারণ করেন। পরবর্তীতে তার সাথে ঝগড়া হলে সম্পর্ক রাখতে না চাওয়ায় ধারণকৃত ভিডিও ও ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে আবারও তার সাথে সম্পর্কে জড়াতে বাধ্য করে।

মামলার এজাহারে তিনি আরও বলেন, বিবাদির সাথে আবার সম্পর্ক ঠিক হওয়ার পরে বিবাহের প্রলোভন দেখিয়ে আবারও ধানমন্ডি আসতে বলেন। তার ডাকে ধানমন্ডিতে গেলে  ধানমন্ডি প্রাইম আবাসিক হোটেলে নিয়ে গিয়ে আবারও বিবাহের প্রলোভন দেখিয়ে রাত যাপন করে শারীরিক সম্পর্ক করা হয়।

‘তখন আমি আমাদের বিয়ে কবে হবে জানতে চাইলে অভিযুক্ত কোনো তারিখ না দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে শুরু করে। তারপর থেকে আমাকে এড়িয়ে চলতে শুরু করে। আমি তার সাথে যোগাযোগ বা দেখার করার কথা বললে সে আমাকে বিভিন্ন অজুহাত ও ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যায়। হঠাৎ তার আচার আচরণ পরিবর্তন দেখে আমার সন্দেহ হয় এবং আমি তাকে বিবাহের জন্য চাপ দেই।’— লিখেছেন ভুক্তভোগী।

এজাহারে তিনি বলেন, তখন অভিযুক্ত আমাকে জানায় যে, তোমার লেভেলের মেয়েকে বিবাহ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি তার পরিবারের সাথে কথা বললে তারা আমাকে তার সাথে বিয়ে দেবে না বলে জানায়। একইসঙ্গে তার সাথে যাতে যোগাযোগ না রাখতে নানা হুমকি প্রদান করে। পরবর্তীতে আমি বিষয়টি বিশ্ববিদ্যালয়ে জানালে কর্তৃপক্ষ চঞ্চলকে মীমাংসা করার জন্য বলা হলেও মীমাংসা করবে, তবে সে আমাকে বিয়ে করবেন না বলে জানায়। ফলে কোনো উপায় না পেয়ে আমার পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা করে মামলার আবেদন করছি।

এদিকে, মামলার পর বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল প্রশাসন এক জরুরি সভায় অভিযুক্ত তাসমিম মাহিদ চঞ্চলের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করে তাকে হল ত্যাগের নির্দেশ দেয়। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনগত প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা এবং হলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হওয়ায় বিধি অনুযায়ী তাকে হলে অবস্থানের অনুমতি দেওয়া যায় না। এ বিষয়ে আবাসিক শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তার আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মামলার পর ভুক্তভোগী ছাত্রীকে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তের দুলাভাই ইশতিয়াক আহমেদ তাকে সহযোগিতা করে তার ব্যক্তিগত মেসেজ ও তথ্য বিভিন্নজনের কাছে ছড়িয়ে দিয়েছেন। এছাড়া অভিযুক্ত বিভিন্ন ব্যক্তিকে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও দেখিয়ে সামাজিক অপপ্রচার চালাচ্ছেন। 

তিনি জানান, সম্প্রতি বিবাদি আমাকে কল করে হুমকি দেয় এবং জানায় তিনি আমার মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বে না। এই মুহূর্তে আমি ভীষণ নিরাপত্তাহীনতায় আছি। তার দুলাভাই এসবে প্ররোচনা দিয়েছে এবং সে আমার এবং আসামির ব্যক্তিগত কথোপকথন বিভিন্নজনের কাছে ছড়িয়েছে। এ ব্যাপারে শাহবাগ থানাতে একটি জিডিও হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত তাসমিম মাহিদ চঞ্চলের ব্যবহৃত মোবাইল নম্বরে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

শাকসু নির্বাচন: প্রচারণায় মুখর শাবিপ্রবি ক্যাম্পাস
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন
  • ১২ জানুয়ারি ২০২৬
তুমি স্টাফ বাসে আর আসবা না, লোকাল বাসে ভাড়া দিয়ে আসবা
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ম…
  • ১২ জানুয়ারি ২০২৬
সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9