ভূমিকম্পে ঢাকার তিন মেডিকেলের হোস্টেলে ফাটল-ধস

২১ নভেম্বর ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৫, ০৫:১৬ PM
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলের ক্ষয়ক্ষতির চিত্র

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলের ক্ষয়ক্ষতির চিত্র © সংগৃহীত ও সম্পাদিত

ভূমিকম্পের প্রভাবে রাজধানীর তিনটি সরকারি মেডিকেল কলেজের ছাত্রাবাস ভবনগুলোতে বেশ ফাটল দেখা দিয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) হোস্টেলের একটি কক্ষের বিম ধসে পড়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্পের পর এসব ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হোস্টেলগুলোর বিভিন্ন কক্ষের দেয়াল ও সিলিংয়ে ফাটল দেখা গেছে। একই সাথে খসে পড়েছে পলেস্তারা। এর মধ্যে সলিমুল্লাহ মেডিকেলের একটি কক্ষের বিম ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রাবাসটিতে।

আরও পড়ুন: মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়েই ভূমিকম্পে প্রাণ হারালেন মেডিকেল শিক্ষার্থী রাফিউল

এদিকে মেডিকেলের ছাত্রাবাসগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন। বিবৃতিতে বলা হয়, ‘ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ। এর ভয়াবহতা প্রকট হলে অনেক সময় করার কিছুই থাকে না৷ কিন্ত যদি অবহেলা আর অসচেতনতার কারণে একটি জীবনও ঝরে যায়, তার দায় কে নিবে? আমরা দেখে আসছি বার বার বলার পরও ঢাকা মেডিকেলের হলগুলোর সংস্কার হচ্ছে না। শুরু হয়নি সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রাবাসের সংস্কার কাজও। সোহরাওয়ার্দী মেডিকেলের নবনির্মিত একটি বিশাল হল দিনের পর দিন ‘অন্য সরকারি কাজে’ ব্যবহৃত হচ্ছে।’

92
ঢাকা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ক্ষয়ক্ষতির চিত্র

সংগঠনটি বলছে, ‘আজকের মতো মাঝারি মানের ভূমিকম্প যদি আবার হয়, তবে মেডিকেলের হলগুলো আজকের রাফিউলের মতো অসংখ্য শিক্ষার্থীর রক্তে রঞ্জিত হবে। সেটা ধরে নেওয়াই যায়। কাজেই মেডিকেল কলেজগুলোর প্রশাসন আর সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আমরা বলে দিচ্ছি, অন্যের জীবন রক্ষার আগে নিজ জীবনের নিরাপত্তা চাই। এই জীবনের নিরাপত্তার জন্য আমাদের যাতে আবার রাস্তায় নামতে না হয়।’

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের হোস্টেলগুলো সংস্কার ও নতুন হোস্টেল নির্মাণের দাবি দীর্ঘদিনের। এসব দাবিতে আন্দোলনও করে আসছে শিক্ষার্থীরা। কিন্তু তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।

এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সারাদেশের জনমনে আতঙ্ক তৈরি দেখা দিয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন বাসা থেকে সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে।

95
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পুরাতনসহ নতুন হোস্টেলেও ফাটল ও সিলিং খসে পড়ার ঘটনা ঘটেছে

এদিকে আইএসপিআর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) ভূমিকম্প অনুভূত হয়েছে।  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০ টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এর উৎপত্তিস্থল  ছিল নরসিংদীর মাধবদী এবং ঢাকার আগারগাঁও এর আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার হতে ১৩ কিলোমিটার পূর্বে। এর লোকেশন ছিল Lat.: 23.77°N, Long.: 90.51°E (Madhabdi, Dhaka)।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হওয়ায় আরও ৬৯ নেতাকে বহিষ্ক…
  • ২১ জানুয়ারি ২০২৬
রাতেই শ্বশুর বাড়ি যাবেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা নিয়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষরের সিদ্ধান্ত ৭২ ঘণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রায় এক তৃতীয়াংশ আসনে চ্যালেঞ্জের মুখে ধানের শীষ
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ: কোন জেলায় কতজন টিকলেন
  • ২১ জানুয়ারি ২০২৬