শিবিরের ব্যানারে ঢাকা পড়ল জুলাই গ্রাফিতি, সমালোচনার মুখে অপসারণ
- সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৮:৩৭ PM
রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মূল ফটকের সামনের দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতির ওপর ব্যানার লাগানোর অভিযোগ উঠেছে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে। যদিও সমালোচনার মুখে ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ ঘটনার কলেজজুড়ে বইছে সমালোচনার ঝড়।
গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর সোহরাওয়ার্দী কলেজের অধিকাংশ দেয়াল রাঙানো হয় শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে। আবেগ, দেশপ্রেম, সৌহার্দ-সম্প্রীতির বার্তা দেওয়া এসব গ্রাফিতি দেশ-বিদেশে সাড়া ফেলে।
সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটকের দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি ঢাকা পড়েছে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্র শিবিরের ব্যানারে। এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে ব্যানারটি লাগানো হয়।
আরও পড়ুন : জেলার সব প্রতিষ্ঠানে ডোপ টেস্টের ঘোষণা দিলেন ডিসি
পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে বলেন, আমরা রক্ত দিয়ে আন্দোলন সফল করেছি। আন্দেলন চলাকালীন বিভিন্ন ঘটনা তুলে ধরতে দেয়ালগুলোয় গ্রাফিতি আঁকা হয়। এতে শহরের সৌন্দর্য অনেক বেড়ে যায়। কিন্তু শিবির ব্যানার দিয়ে সেগুলো ঢেকে ফেলেছে। এতে একদিকে আমাদের আন্দোলনকে অবমাননা করা হচ্ছে। অন্যদিকে সৌন্দর্য নষ্ট করা হচ্ছে।
এ সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোহরাওয়ার্দী কলেজ শাখার সদস্য সচিব শামসুদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা এর নিন্দা জানাচ্ছি। গ্রাফিতি আমাদের ইতিহাসের অংশ। যে জুলাইয়ের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তার গ্রাফিতি ঢেকে দেওয়া এটা ঠিক হয়নি।’
এ সম্পর্কে জানতে চাইলে দুঃখ প্রকাশ করে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাজিব হোসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এটা সাময়িক সময়ের জন্য লাগানো হয়েছে। কিন্তু যারা লাগিয়েছে, তারা জুলাই গ্রাফিতির বিষয়টি খেয়াল করতে পারেনি। আমরা ব্যানারটি দ্রুতই সরিয়ে ফেলব।’