জাহাঙ্গীরনগরের নবীন শিক্ষার্থীদের ২ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিল ছাত্রশিবির

১১ মে ২০২৫, ০১:২০ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২৯ PM
শিক্ষাবৃত্তি অনুষ্ঠান

শিক্ষাবৃত্তি অনুষ্ঠান © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) ৪০ জন শিক্ষার্থীকে প্রায় ২ লাখ টাকার এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাখা ছাত্রশিবির। আজ রবিবার (১১ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তির উদ্বোধনী বক্তব্যে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, ’ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। তার‌ ধারাবাহিকতায় ছাত্রশিবির জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করছে। আমাদের কাছে শিক্ষাবৃত্তির জন্য অনেক আবেদন এসেছিল কিন্তু সীমাবদ্ধতার কারণে সবাইকে শিক্ষাবৃত্তি প্রদান করা সম্ভব হয়নি। আমরা আশাবাদী আগামীদিনে সকল শিক্ষার্থীদের কল্যাণে কর্মসূচি গ্রহণ করতে পারবো।’

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, ’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে জনকল্যাণমূলক কাজ সামনে আরো বেশি করবে বলে আমি মনে করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তারা অনেক বেশি প্রতিযোগিতা করে আসে। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হন। যদি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঠিকমতো সুযোগ সুবিধা দিতে পারতাম বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতো।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ’শিবিরের এ ধরনের জনকল্যাণমূলক কাজ প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৎ দক্ষ ও নেতৃত্বে গুণাবলি অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের প্রয়োজনে সবসময় এগিয়ে আসবে বলে বিশ্বাস করি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমি বিশ্বাস করি পৃথিবীর সেরা রাজনীতিবিদ ছিলেন হযরত মুহাম্মদ (সা:)। তিনি ইসলাম প্রচার করেছেন এবং ইসলাম প্রচার করতে গিয়ে যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা সকলের জন্য অনুকরণীয়। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য শিবিরের এ ধরনের প্রোগ্রাম কল্যাণকর বলে আমি মনে করি। আমাদের বিশ্ববিদ্যালয় যে বাজেট পায় তা দিয়ে আমরা অসচ্ছল শিক্ষার্থীদের দিকে আলাদাভাবে নজর দিতে পারি না কিন্তু আমার একটি পরিকল্পনা আছে আগামী দিনে আমাদের অ্যালামনাই এর সাহায্যে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারবো।

লাজ ফার্মায় চাকরি, পদ ১২, আবেদন এইচএসসি পাসেই
  • ১১ জানুয়ারি ২০২৬
রিনা তালুকদারসহ ৮ বহিষ্কৃত নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ১১ জানুয়ারি ২০২৬
ডিএমপির স্পেশাল আদালতে এক মাসে ৪ হাজারের বেশি মামলা নিষ্পত্…
  • ১১ জানুয়ারি ২০২৬
ইসিতে দ্বিতীয় দিনের প্রথমার্ধে আপিল শুনানি বৈধ ঘোষণা ২৭, বা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় হলে কী করবে ইংল্যান্ড?
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন প্রোগ্রাম চালুর পরিকল্পনা বিসিবির
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9