‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

লাফ দিয়ে রোগীর মৃত্যু
লাফ দিয়ে রোগীর মৃত্যু  © প্রতীকী ছবি

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রোগীর নাম ফয়েজ আহমদ (৩০)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা এবং মূত্রথলি ও মূত্রনালীর সমস্যায় ভোগার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে। ফয়েজ আহমদকে সোমবার (২৫ আগস্ট) অপারেশনের জন্য নির্ধারণ করা হয়েছিল। তার আগেই মধ্যরাতে তিনি হাসপাতালের ১০ তলার সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে নিচে লাফিয়ে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি চিফ প্রজেশ দাশ বলেন, ‘ফয়েজের ভাইয়েরা জানাচ্ছেন, সে আগে থেকেই বলে আসছিল অপারেশন করবে না, ভয় পাচ্ছে। রবিবার গভীর রাতে হাসপাতালের ইমার্জেন্সি সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফিয়ে পড়ে সে।’

তবে মৃত্যুর কারণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফয়েজ আহমদের চাচাতো ভাই সুফিয়ান আহমেদ। তিনি বলেন, ‘সে কী কারণে মারা গেছে, তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে যাই এবং পরে লাশ বাড়িতে নিয়ে আসি। আজ বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।’


সর্বশেষ সংবাদ