অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ © সংগৃহীত
ভারত ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির টানাপোড়েন দেশের অর্থ-বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না। আমরা চাই না দুই দেশের সম্পর্ক খারাপ হোক। তবে উদ্ভূত সমস্যাগুলো দুই দেশকে একসঙ্গেই বসে মীমাংসা করতে হবে।" তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান পরিস্থিতি দ্বিপাক্ষিক রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না।
সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে উপদেষ্টা বলেন, "ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে যেটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। তবে এ ধরনের বিষয়ের শুরুটা কিন্তু আমরা (বাংলাদেশ) করিনি।"
এদিন অর্থ উপদেষ্টা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, এনবিআর-এর পৃথকীকরণ প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই বাস্তবায়িত হবে।
বৈঠকে সরকারি ক্রয়সংক্রান্ত বিষয়ে আলোচনার পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।