বাংলাদেশকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দিলে মানবে কি বিসিবি?

০৬ জানুয়ারি ২০২৬, ০৯:১১ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে নিজেদের অবস্থানে এখনো অটল রয়েছে বিসিবি। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত এই অবস্থানেই তারা দৃঢ় প্রতিজ্ঞ থাকবে এবং ভারতে কোনো ম্যাচ খেলবে না। এই পরিস্থিতিতে আইসিসি বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে এবং আজই অনলাইনে একটি সভার মাধ্যমে এ বিষয়ে আলোচনার কথা রয়েছে।

সভায় আইসিসির মাধ্যমে বাংলাদেশ দলকে বিসিসিআই ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। তবে তাতেও বিসিবি রাজি হবে না বলেই গতকাল পর্যন্ত সিদ্ধান্ত ছিল।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই)। ভারতের কিছু রাজনৈতিক ও উগ্র ধর্মীয় সংগঠনের হুমকির মুখে তারা এই সিদ্ধান্ত নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কলকাতা বা মুম্বাইয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশ দল কতটা নিরাপদ থাকবে? যেখানে এক মোস্তাফিজের নিরাপত্তা নেই, সেখানে খেলোয়াড়, কোচ ও সংবাদকর্মীসহ বিশাল বহরের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়!

গতকাল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের সরাসরি বলেছেন, “এই মুহূর্তে আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ বোধ করছি না। আমরা চিঠিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি কী বলতে চাইছি। আমাদের মনে হয়েছে সেটা (নিরাপত্তা) একটা বড় দুশ্চিন্তা।” এছাড়া মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ বলেও মন্তব্য করেন তিনি। ওদিকে বিসিবির এই দুশ্চিন্তা কমাতে আজকের সভায় আইসিসির মাধ্যমে বিসিসিআই একটি বিশেষ প্রস্তাব দিতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিসিআই বাংলাদেশ দলকে ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিতে চায়। তবে গতকাল পর্যন্ত বিসিবির সিদ্ধান্ত ছিল যে, এই প্রস্তাবেও তারা রাজি হবে না।

বিসিবির এমন অনড় অবস্থান বিসিসিআইকে বড় ধরনের সাংগঠনিক চাপে ফেলেছে। আয়োজক দেশ হিসেবে সবার অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব হলেও বর্তমান আইসিসি প্রধান জয় শাহর পক্ষে এই চাপ এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এরই মধ্যে ভারতীয় কিছু সংবাদমাধ্যম আভাস দিয়েছে যে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে আইসিসি ইতিবাচক সাড়া দিতে পারে। বিসিবি মূলত নিরাপত্তার বিষয়টিকেই সবচেয়ে বড় করে দেখছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নির্দেশনা রয়েছে যে, বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দল যেন ভারত সফর না করে এবং ম্যাচগুলো যেন অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হয়।

বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage