৮৮ হাজার ৪১২ জীবিত মুক্তিযোদ্ধার বিজয় দিবস ভাতা ছাড়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার   © সংগৃহীত ও সম্পাদিত

২৬৭৭ জন খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহতসহ মোট ৮৮ হাজার ৪১২ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে বিজয় দিবস ২০২৫-এর ভাতা হিসেবে মোট ৪৩ কোটি ১৩ হাজার ৫০০টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। গত ৯ ও ১০ ডিসেম্বর ‍দুটি আলাদা বিজ্ঞপির মাধ্যমে এ সংক্রান্ত এলাকাভিত্তিক হিসাবের তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ১০ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা: মু: আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় ১২০০০১৮১০ কোডের মুক্তিযোদ্ধাদের জন্য মহান বিজয় দিবস ভাতা বাবদ ৩৭২১১০২ কোডে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত ৭০০০.০০ লক্ষ (সত্তর কোটি) টাকা হতে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জনপ্রতি ৫,০০০/- টাকা হারে ২৫৭১ জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং ১০৬ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ভাতা (শুধুমাত্র জীবিত বীর মুক্তিযোদ্ধাগণ প্রাপ্য) প্রদানের লক্ষ্যে (১২৮.৫৫+৫.৩০)= ১৩৩.৮৫ লক্ষ (এক কোটি তেত্রিশ লক্ষ পঁচাশি হাজার) টাকার ছাড়করণের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হল।

আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

এর আগে, ৯ ডিসেম্বর চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) এ এইচ এম মহসীন রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় ১২০০০১৮১০ কোডের মুক্তিযোদ্ধাদের জন্য মহান বিজয় দিবস ভাতা বাবদ ৩৭২১১০২ কোডে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত ৭০০০.০০ লক্ষ (সত্তর কোটি) টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত Management Information System (MIS) এর ভিত্তিতে Government to Person (G2P) পদ্ধতিতে Electronic Fund Transfer (EFT) প্রক্রিয়ার মাধ্যমে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জনপ্রতি ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা হারে ৮৫,৭৩৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার অনকূলে ৪২,৮৬,৭৫,০০০/- (বিয়াল্লিশ কোটি ছিয়াশি লক্ষ পঁচাত্তর হাজার) টাকা ছাড়করণের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence