জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নতুন আহ্বায়ক ইশরাক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ PM
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নতুন আহ্বায়ক হয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এতে সদস্য সচিব করা হয়েছে এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নুকে। আজ সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কে আহ্বায়ক, এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব এবং ড.কে.এম.আই. মন্টিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষনা দেওয়া হলো।