প্রবাসী ও মোবাইল ফোন নিয়ে ফেসবুকে ‘মিথ্যা তথ্য’, জবাব দিলেন আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল  © টিডিসি সম্পাদিত

প্রবাসীরো দেশে এসে ৬০ দিন থাকতে পারবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে একটি চক্র। মোবাইল ফোন সেট নিয়ে তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে এসব মিথ্যাচার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ সোমবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ফেসবুকে প্রচারিত মিথ্যা তথ্য ও এর বিপরীতে প্রকৃত তথ্য জানিয়েছেন উপদেষ্টা। তিনি লিখেছেন, অন্তবর্তীকালীন সরকার বা আমার সম্পর্কে মিথ্যেচার নতুন কিছু নয়। সোস্যাল মিডিয়া-তে কিছু মানুষ এখন প্রচার করছে যে মোবাইল ফোন সেট নিয়ে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে। এসম্পর্কে প্রকৃত তথ্য নিচে তুলে ধরছি। 

মিথ্যা: সরকার নতুন নিয়ম করেছে একটার বেশি মোবাইল সেট বিদেশ থেকে নিয়ে আসলে ট্যাক্স দিতে হবে। 

সত্য: শেখ হাসিনা আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনসেটের সাথে মাত্র একটা নতুন সেট আনতে পারতো। প্রবাসীদের সুবিধা বাড়ানোর জন্য বর্তমান সরকার আরো বেশি (দুটি নতুন) ফোনসেট আনার অনুমতি দিয়েছে। অর্থাৎ প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত সেটের সাথে দুইটা নতুন সেট আনতে পারছেন। 

দুইটার বেশি আনলে অতিরিক্তটির জন্য শুধু ট্যক্স দিতে হবে। এনবিআর ব্যগেজ রুল পরিবর্তন করে এই আইনটা করেছে প্রবাসীদের সুবিধা দেয়ার জন্য। তবে এই সুবিধা বিএমইটি (প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মী ভাইদের জন্য। অন্যদের জন্য আগের নিয়মই প্রযোজ্য থাকছে। 

মিথ্যা: প্রবাসী ভাইদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে। 

আরও পড়ুন: বিশ্ব গণিত দল চ্যাম্পিয়নশিপে ৯ সিলভার ও ২২ ব্রোঞ্জ পদক বাংলাদেশের শিক্ষার্থীদের

সত্য: শুধু প্রবাসীদের জন্য এ ধরনের কোন আইন করা হয়নি। প্রকৃত তথ্য হচ্ছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ফোনসেট ব্যবহার  শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটের এর রেজিস্ট্রেশন করতে হবে। এটা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। 

মানে হচ্ছে, এটি দেশে থাকা মানুষ বা দেশে আসা প্রবাসী সবার জন্য প্রযোজ্য। অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাদাবাজি, জুয়া এসব নিয়ন্ত্রণের জন্য এই আইন করা হয়েছে। কাউকে হয়রানিতে ফেলার জন্য না, বরং হয়রানি থেকে বাচার জন্য এই আইন করা হয়েছে।

প্রবাসী ভাইদের কাছে আবেদন জানিয়ে আসিফ নজরুল বলেন, গুজবকারী ও গিবতকারীদের থেকে সতর্ক থাকুন। মিথ্যা গুজব ছড়ানো ও গিবত করা ইসলামের দৃষ্টিতে অনেক বড় পাপ। গুজব কোন জায়গায় গেছে দেখেন- কেউ কেউ এই অবিশ্বাস্য তথ্য প্রচার করছে, প্রবাসীরা নাকি দেশে ৬০ দিন থাকতে পারবেন! 

এসব ‘জঘন্য মিথ্যেচারকে’ প্রতিরোধের আহবান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমি জানি, আরো কিছু বিষয়ে আপনাদের প্রশ্ন আছে। সেগুলো আমি দ্রুত জানাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence