বিশ্ব গণিত দল চ্যাম্পিয়নশিপে ৯ সিলভার ও ২২ ব্রোঞ্জ পদক বাংলাদেশের শিক্ষার্থীদের

বাংলাদেশের গণিত দল
বাংলাদেশের গণিত দল  © সৌজন্যে প্রাপ্ত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ (WMTC) ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ গণিত দল। এ প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা ৯টি সিলভার এবং ২২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। পাশাপাশি ৫ জন শিক্ষার্থী পেয়েছে মেরিট সম্মাননা।

এছাড়াও বাংলাদেশের ৪টি দল বিশ্বের শ্রেষ্ঠ ৩০ শতাংশ গণিত দলের মধ্যে জায়গা করে নিয়েছে। জুনিয়র, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড এ তিনটি ক্যাটাগরিতেই একটি করে দল টপ ৩০ শতাংশের সম্মাননা অর্জন করেছে।

এবার জুনিয়র ক্যাটাগরিতে ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তারা হলেন- ঢাকার আগাঁ খান অ্যাকাডেমির শিক্ষার্থী আহমেদ আয়মান ইব্রাহিম, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলার শিক্ষার্থী কাজী আহনাফ মাসুদ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী অরিজিৎ সাহা, সাইফান সাওয়াদ, দীপ্তিময় চক্রবর্তী, ইশতীফ আজম আহমেদ, নওশাদ জামান, মাহথির মারশাদ ও মো. রাহিব আবিদ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মুবতাসিম আল মাহ্‌দী ও আদীব আইদিন, সাউথ ব্রিজ স্কুলের শিক্ষার্থী আয়ান রশিদ মাহমুদ, রুরাল সার্ভিস ফাউন্ডেশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আল জিসাউর রহমান জিহাদ, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী প্রকৃতি বিশ্বাস এবং সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী কিঞ্জল নাগ দিব্য।

ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে এ বছর ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তারা হলেন- ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী রিশান আন নাফি ও জাহিন হাসান, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী ইশমাম রামীভ আহমেদ, মো. তাহমিদ হাসান খান ও রিতভিক জোয়াদ্দার, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী চন্দন চ্যাটার্জী, উইলিস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজের শিক্ষার্থী কে. এম. তামিম এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী আলভিন খান, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ সাইফান হায়দার, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী লাইবা সারিনা ইসলাম এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী ফারহান ত্বোহা ও জারিফ মুহতাসিম ভূঁইয়া।

অ্যাডভান্সড ক্যাটাগরিতে এ বছর ৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তারা হলেন- নটরডেম কলেজের শিক্ষার্থী সাদ বিন আহমেদ, কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী মো. তাহসিন ইসলাম, মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী রুয়াইফ মুস্তানির, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দেওয়ান মোহাম্মদ সুনান, রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী তালহা হারুন এবং সানিডেল স্কুলের শিক্ষার্থী ইসাম ওয়াফিদুর রহমান, হলিক্রস কলেজের প্রিয়ন্তী দাস, ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সামিরা মুকিত চৌধুরী এবং গুরুদয়াল সরকারী কলেজের শিক্ষার্থী সাবা জান্নাত অন্বেষা।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপের দল নির্বাচনের জন্য বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫ আয়োজন করে বাংলার ম্যাথ। অনলাইন সিলেকশন রাউন্ড, ন্যাশনাল রাউন্ড, টিম সিলেকশন টেস্ট এ তিনটি ধাপের মাধ্যমে বাংলাদেশ দলকে নির্বাচিত করার পর দুই মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ গণিত দলের প্রস্তুতি সামগ্রিক তত্ত্বাবধান করেছে বাংলার ম্যাথ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence