লিভারপুল ফুটবল দল © টিডিসি ফটো
কোচের সাথে বিবাদ ও আফ্রিকান নেশনস কাপের ব্যস্ততা কাটিয়ে দীর্ঘ জল্পনাকল্পনার পর অবশেষে লিভারপুলের শুরুর একাদশে ফিরেছেন মোহামেদ সালাহ। সালাহর ফেরার ম্যাচে মার্সেইর মাঠে ৩-০ গোলের সহজ জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পথে বড় ধাপ ফেলল আর্না স্লটের দল।
বুধবার রাতের এই জয়ে সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অলরেডরা। লিভারপুলের হয়ে প্রথমার্ধে দমিনিক সোবোসলাই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে মার্সেইর আত্মঘাতী গোল এবং শেষ দিকে কোডি হাকপো বড় জয় নিশ্চিত করেন। একাদশে ফিরলেও এই ম্যাচে সালাহ গোলের দেখা পাননি; ৮৩তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও তিনি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন।
প্রিমিয়ার লিগে টানা চার ড্রয়ের পর ইউরোপের মঞ্চে এই জয়টি লিভারপুলের জন্য ছিল অত্যন্ত কাঙ্ক্ষিত। প্রথমার্ধের ১৯তম মিনিটে মাক আলিস্তের সুযোগ নষ্ট করলেও বিরতির ঠিক এক মিনিট আগে ২০ গজ দূর থেকে বুদ্ধিদীপ্ত নিচু ফ্রি-কিকে গোল করেন হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড সোবোসলাই। রক্ষণের সবাই লাফিয়ে উঠলে তাদের পায়ের নিচ দিয়ে বল জালে জড়ায়।
বিরতির পর ৫৯তম মিনিটে উগো একিটিকের শট পোস্টে লেগে ফিরে এলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয়। তবে ৭২তম মিনিটে ইয়েরেমি ফ্রিমপংয়ের ক্রস গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কোডি হাকপো দলের তৃতীয় গোলটি করে মার্সেইর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
দলের প্রাণভোমরা মোহামেদ সালাহকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই লিভারপুল শিবিরে উত্তেজনা বিরাজ করছিল। বিশেষ করে কোচের সাথে সাইডলাইনে তর্কের ঘটনার পর তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। সালাহ লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ওপরের দিকে থাকলেও এই মৌসুমে তার ধারাবাহিকতা ও চুক্তি নবায়ন নিয়ে নানা 'ধোঁয়াশা' তৈরি হয়েছিল। মার্সেইর বিপক্ষে তার পুরো সময় মাঠে থাকা ইঙ্গিত দিচ্ছে যে, সব মান-অভিমান ভুলে তিনি আবারও দলের মূল পরিকল্পনায় ফিরেছেন। লিভারপুল এখন শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে, যারা সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে।