বাংলাদেশ ফুটবল লিগ স্থগিত করা হয়েছে © ফাইল ছবি
প্রথম পর্বের খেলা শেষে বর্তমানে বিরতিতে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার কথা ছিল। পাশাপাশি ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ ফেডারেশন কাপের সপ্তম দিনের ম্যাচও। তবে আসন্ন নির্বাচনের কারণে দুটিরই ম্যাচ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে লিগ এবং ফেডারেশন কাপে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের অনুরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের প্রেক্ষিতে আগামী ৩ এবং ৬ ফেব্রুয়ারি হতে পরবর্তী খেলাসমূহ পূনঃআরম্ভ হচ্ছে না।’
চিঠিতে আরও জানানো হয়, ফেডারেশন কাপের সপ্তম দিনের ম্যাচ ও লিগের দশম রাউন্ডের সূচি নতুন করে নির্ধারণ করা হবে। প্রতিযোগিতাগুলোর পরবর্তী সময়সূচি যত দ্রুত সম্ভব জানানো হবে বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: নতুন অধ্যায়ের সূচনায় সুসংবাদ দিলেন সৌম্য সরকার
উল্লেখ্য, প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। বর্তমান লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ১০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে।