ভিনিসিয়াস জুনিয়র © সংগৃহীত
জাভি আলোনসোকে বরখাস্ত করার পর রিয়াল মাদ্রিদের শুরুটা হলো চরম হতাশা দিয়ে। কোপা দেল রের শেষ ১৬-র লড়াইয়ে দ্বিতীয় বিভাগের তলানির দল আলবেসেতের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্প্যানিশ জায়ান্টরা। আলভারো আরবেলোয়ার কোচ হিসেবে অভিষেক ম্যাচটি যে এমন লজ্জাজনক পরাজয়ে শুরু হবে, তা ছিল সবার কল্পনার বাইরে।
গত সোমবার দায়িত্ব নেওয়ার পর আরবেলোয়ার দল বুধবার কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে খেলতে নামে। কিলিয়ান এমবাপ্পেসহ দলের মূল তারকাদের ছাড়াই মাঠে নামা রিয়াল শুরু থেকেই আলবেসেতের বিপক্ষে ধুঁকতে থাকে। ম্যাচের শুরুতে জাভি ভিয়ারের গোলে আলবেসেতে লিড নিলেও বিরতির ঠিক আগে ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো গোল করে রিয়ালকে সমতায় ফেরান। ম্যাচের ৮২ মিনিটে জেফতে আলবেসেতেকে আবারও এগিয়ে দেন। তবে ৯১ মিনিটে গঞ্জালো গার্সিয়া গোল করলে মনে হয়েছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু ইনজুরি টাইমের শেষ মুহূর্তে জেফতে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়াল মাদ্রিদকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেন।
ম্যাচ শেষে আরবেলোয়া সাংবাদিকদের বলেন, 'এই ক্লাবে একটি ড্র-ও ট্র্যাজেডি হিসেবে দেখা হয়। সেখানে এমন পরাজয় কতটা যন্ত্রণাদায়ক তা কল্পনা করা যায়। আমি নিশ্চিত ভক্তরা আমার মতোই অনুভব করছেন। বিশেষ করে যখন এটি নিচের কোনো বিভাগের দলের বিপক্ষে ঘটে।' হারের দায় নিজের কাঁধে নিয়ে তিনি আরও বলেন, 'এই ফলাফলের জন্য যদি কেউ দায়ী থাকে, তবে সেটি আমি। একাদশ নির্বাচন থেকে শুরু করে বদলি খেলোয়াড়—সব সিদ্ধান্ত আমারই ছিল।'
গত রবিবার বার্সেলোনার কাছে সুপার কাপ হারার পর ফ্লোরেন্তিনো পেরেজ কোচ জাভি আলোনসোকে সরিয়ে আরবেলোয়াকে দায়িত্ব দেন। আরবেলোয়া তাঁর প্রথম ম্যাচে রিজার্ভ দলের দুই খেলোয়াড়কে একাদশে রেখেছিলেন এবং এমবাপ্পে, কোর্তোয়া ও বেলিংহামদের বিশ্রামে দিয়েছিলেন। দলের অধিনায়ক দানি কারভাহাল এই পরাজয়ের জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে বলেন, 'আমরা আমাদের সেরা সময়ে নেই। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমরা ক্লাবের মানের সমান পারফর্ম করতে পারিনি, যার জন্য আমি দুঃখিত।'
দিনের অন্য ম্যাচে এলচেকে ২-১ গোলে হারিয়ে রিয়াল বেতিস এবং রায়ো ভায়োকানোকে ২-০ গোলে হারিয়ে আলাভেস কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা বৃহস্পতিবার দ্বিতীয় বিভাগের শীর্ষ দল রেসিং সান্তান্দারের মুখোমুখি হবে।