‎ বার্সার কাছে হারের পর বরখাস্ত রিয়াল মাদ্রিদ কোচ আলোনসো, নতুন কোচ কে

১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ AM
জাবি আলোনসো ও আলভারো আরবেলোয়ার

জাবি আলোনসো ও আলভারো আরবেলোয়ার © সংগৃহীত

বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে পরাজয়ের তিক্ত স্বাদ পাওয়ার পর রিয়াল মাদ্রিদের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন জাবি আলোনসো। দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাসের মাথায় সাবেক এই মিডফিল্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে পড়ার কারণেই মূলত ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়তে হলো তাকে।

গত ১ জুন বায়ার লেভারকুসেনে সফল অধ্যায় শেষ করে রিয়াল মাদ্রিদের ডাগআউটে বসেছিলেন আলোনসো। শুরুতে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত দলকে নিয়ে যাওয়া এবং প্রথম ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পাওয়ায় বেশ আশার আলো দেখাচ্ছিল তার কোচিং ক্যারিয়ার। তবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হারের পর থেকেই বাস্তব পরিস্থিতি কঠিন হতে শুরু করে। বিশেষ করে গত ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর থেকে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না তার। পরবর্তী ৮ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পাওয়ায় ড্রেসিংরুমের অস্থিরতা স্পষ্ট হয়ে ওঠে। মাঝপথে টানা ৫ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ক্লাবের নীতিনির্ধারকদের পূর্ণ আস্থা অর্জনে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত ৩-২ গোলে এল ক্লাসিকো হারাই তার বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেয়।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, আলোনসো ক্লাবের একজন কিংবদন্তি এবং সবসময় মাদ্রিদ ভক্তদের ভালোবাসা ও শ্রদ্ধা পাবেন। তার জন্য রিয়াল মাদ্রিদ চিরকালই নিজের ঘর হয়ে থাকবে। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, খেলোয়াড়দের সঙ্গে আলোনসোর বোঝাপড়ার ঘাটতি তৈরি হওয়াও তার বিদায়ের অন্যতম কারণ। আলোনসোর প্রস্থানের পর ক্লাব কর্তৃপক্ষ নতুন প্রধান কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে, যিনি এর আগে রিয়াল মাদ্রিদ একাডেমির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার কোপা দেল রেতে আলবাচেতের বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন কোচের অধীনে মাঠে নামবে মাদ্রিদ।

দুই মামলায় খালাস পেলেন আখতার হোসেন
  • ১৩ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’ উদ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
রাবি ছাত্রশিবিরের চার দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু
  • ১৩ জানুয়ারি ২০২৬
দুই ভাগ হচ্ছে মাউশি, চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ জানুয়ারি
  • ১৩ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ১৭ জানুয়ারি
  • ১৩ জানুয়ারি ২০২৬
নিয়মবহির্ভূত পিএইচডি কুবি শিক্ষকদের, খতিয়ে দেখতে ৩ সদস্যের …
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9