রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস-যুগ কি শেষের পথে!

২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ AM
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র © সংগৃহীত

রিয়াল মাদ্রিদে সময়টা একদমই ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। মাঠের পারফরম্যান্স আর মাঠের বাইরের বিতর্ক, সব মিলিয়ে ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক এখন খাদের কিনারায়। ফুটবল মহলে জোর গুঞ্জন, আগামী জানুয়ারির দলবদল মৌসুমেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে পারেন এই ফরোয়ার্ড।

ভিনিসিয়ুসের সঙ্গে কোচ জাভি আলোনসোর রসায়ন কখনোই জমেনি। গত অক্টোবরে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো জয়ের ম্যাচে ৭২ মিনিটের মাথায় ভিনিকে মাঠ থেকে তুলে নেওয়ায় তিনি কোচের ওপর ভীষণ চটেছিলেন। যদিও পরে তিনি দুঃখ প্রকাশ করেন, কিন্তু সেই তিক্ততা আর কাটেনি। কোচের সঙ্গে এই শীতল সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়েছে তাঁর খেলায়। গত ১৬ ম্যাচে গোলের দেখা পাননি তিনি। সর্বশেষ সেভিয়ার বিপক্ষে ম্যাচে তো নিজেদের সমর্থকদের কাছ থেকেই দুয়ো শুনতে হয়েছে তাঁকে। এরপরই লকার রুমে বসে ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল ছবি বদলে রিয়ালের জার্সির বদলে ব্রাজিলের জার্সির ছবি দেন ভিনি, যা দল ছাড়ার জল্পনাকে আরও উসকে দিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র মতে, শুধু কোচের সঙ্গে ঝামেলাই নয়, বেতন বাড়ানো নিয়েও ক্লাবের ওপর অসন্তুষ্ট ভিনিসিয়ুস। কিলিয়ান এমবাপ্পে দলে আসার পর থেকেই নিজের বেতন বাড়ানোর দাবি তুলেছেন তিনি। বর্তমানে বছরে ১৮ মিলিয়ন ইউরো পাওয়া ভিনি দাবি করেছেন ৩০ মিলিয়ন ইউরো, যা এমবাপ্পের বেতনের কাছাকাছি। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ ২০ মিলিয়নের বেশি দিতে নারাজ। ভিনির এমন দাবি এবং কোচের সঙ্গে তাঁর আচরণে বিরক্ত রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও। শোনা যাচ্ছে, ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ কমিয়ে একটি রফাদফায় এসে তাঁকে ছেড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ।

গত মৌসুমে ২৪ গোল করে লা লিগার সেরা হওয়া ভিনি এই মৌসুমে ২৪ ম্যাচে করেছেন মাত্র ৫ গোল। ২০১৮ সাল থেকে ক্লাবের হয়ে ৩৩৬ ম্যাচে ১১১ গোল করা এই তারকার এমন অফ-ফর্ম ভাবিয়ে তুলেছে সবাইকে। এদিকে স্বদেশি বড় ভাই নেইমার তাঁকে বার্সেলোনা ছাড়ার ভুল সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিয়ে রিয়াল না ছাড়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু ভিনি সেই কথা কানে নেবেন কি না, তা নিয়ে সংশয় আছে।

বছরের শুরু থেকেই গুঞ্জন ছিল সৌদি আরবের কোনো ক্লাব বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে ভিনির অপেক্ষায় আছে। বড়দিনের ছুটি কাটিয়ে আগামী ৪ জানুয়ারি রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে নামবে মাদ্রিদ। সেই ম্যাচেই হয়তো পরিষ্কার হয়ে যাবে, ভিনিসিয়ুস কি রিয়ালেই থাকছেন নাকি নতুন কোনো গন্তব্যের পথে পা বাড়াচ্ছেন।

ভিপি নুর পেলেন ট্রাক প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন…
  • ২১ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য একগুচ্ছ নির্দেশনা
  • ২১ জানুয়ারি ২০২৬
বিপিএলে রাজশাহীর হয়ে খেলতে ঢাকায় উইলিয়ামসন
  • ২১ জানুয়ারি ২০২৬
এবার বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে পিসিবির চিঠি
  • ২১ জানুয়ারি ২০২৬
হাদি ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারসহ ৯ দাবি সমাজতান্ত্রিক …
  • ২১ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কবে, যা বললেন ডিন
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9