ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ‘আইইওএম-২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ PM
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত © টিডিসি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) আইইওএম ২০২৫ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট (আইইওএম) এ সম্মেলনটি আয়োজন করে।

গত ২০ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ১৫টিরও বেশি দেশের শিক্ষাবিদ, গবেষক ও শিল্পখাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অপারেশনস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, টেকসই উৎপাদন, ইন্ডাস্ট্রি ৪ দশমিক ০ এবং ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ে গবেষণা ও আধুনিক ধারণা তুলে ধরা হয়।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন, উপাচার্য, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি; ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. খবিরুল ইসলাম, পিএইচডি (এমআইএসটি); ড. নাভিদ সালেহ (ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন, যুক্তরাষ্ট্র); ড. আহসান হাবিব (ডালহৌসি ইউনিভার্সিটি, কানাডা); প্রফেসর জাভেদ বাট (বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, যুক্তরাজ্য); ড. শাকিল কুয়েস (ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস লোয়েল, যুক্তরাষ্ট্র) এবং ড. মো. মাজহারুল হাবীব (বিটাক, বাংলাদেশ)।

আরও পড়ুন: এআইইউবি ড্রামা ক্লাবের উদ্যোগে ‘এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫’ অনুষ্ঠিত

এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক প্রফেসর ড. মো. মিজানুর রহমান। কনফারেন্স সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের লরেন্স টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং আইইওএম সোসাইটি ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আহাদ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. নূরুল ইসলাম। উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর জাকি ইমাম। এছাড়া যুগ্ম রেজিস্ট্রার কামরুল হোসেন ও আহসান তৌহিদ মিল্টন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিভিন্ন দেশ থেকে ২৯০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। কী-নোট সেশন, কারিগরি সেশন, প্যানেল আলোচনা ও শিক্ষার্থী প্রতিযোগিতার মাধ্যমে উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং শিল্প–একাডেমিয়া সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

পাবনায় সুচিত্রা সেনের প্রয়াণদিবস ও কবি বন্দে আলী মিয়ার জন্ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত বোরো বীজতলা, দিশেহারা চা…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • ১৭ জানুয়ারি ২০২৬
গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9